Advertisement
Advertisement

Breaking News

Hooghly

দেবদেবীর ক্ষুদ্রাতিক্ষুদ্র মূর্তি! অপূর্ব শিল্পকর্মে তাক লাগাচ্ছেন হুগলির যুবক

দুর্গা, লক্ষ্ণী, কালী, শিবের ছোট ছোট সংস্করণ।

Miniature Art: Hooghly artist makes amazing smaller to smallest statues of deities | Sangbad Praitidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 5, 2023 4:07 pm
  • Updated:November 5, 2023 5:29 pm  

সুমন করাতি, হুগলি: কোনও প্রতিমার উচ্চতা চার ইঞ্চি, তো আবার কোনওটা পাঁচ ইঞ্চি। এভাবেই একে একে সবথেকে ছোট প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে হুগলির যুবক প্রশান্ত কুমার প্রসাদ। দুর্গা, লক্ষ্মী, কালী কিংবা শিব – ছোট্ট ছোট্ট মূর্তিতেই সকলে উজ্জ্বল, ভাস্বর। ‘মিনয়েচার আর্ট’ (Miniature Art) বা ক্ষুদ্র শিল্পকর্মের জগতে নিঃসন্দেহে এক বিরাট নাম প্রশান্ত কুমার প্রসাদ। তবে তিনি কাজ করেন নিভৃতে, একান্তে। দিনভর বেসরকারি অফিসের বিপুল কাজের চাপ সামলে রাতে বাড়ি ফিরে নিজেদের কাজ নিয়ে বসেন ২৩ বছরের যুবক। পরিবারের সদস্যরা গর্বিত ছেলেকে নিয়ে। তাঁরা চান, ছেলের এই সৃষ্টিশীল (Creativity) কাজ ছড়িয়ে পড়ুক সর্বত্র।

ছোটবেলা থেকে ছবি আঁকতেন (Drawing) প্রশান্ত। মন থেকেই ছোট ছোট প্রতিমা গড়ার কাজও করতেন একটু আধটু। বেসরকারি কাজ থেকে ফিরে অবসর সময় রাত জেগে তৈরি করে ফেলেছে মা দুর্গা, লক্ষ্মী, শিব বা কালী। প্রশান্তের তৈরি ছোট্ট দুর্গা ইতিমধ্যেই পাড়ি দিয়েছে কলকাতার বেহালায়। এক ফুটে দুর্গা থেকে পাঁচ ইঞ্চির লক্ষ্মী ও ৯ ইঞ্চির মা কালী। মৃৎশিল্পী থেকে অলংকার, রং থেকে চক্ষুদান একই হাতে গড়ছে হুগলির (Hooghly) কানাগড়ে আশ্রম মাঠের ভাড়া বাড়িতে থাকা বছর তেইশের প্রশান্ত কুমার প্রসাদ।

Advertisement

[আরও পড়ুন: বাড়ির সামনে পোষ্যের শৌচকর্ম, প্রতিবাদী মহিলার উপর পিটবুল ছেড়ে দিল যুবক]

রিষড়ার একটি বেসরকারি সংস্থায় কাজ করে প্রশান্ত। রাতে কাজ থেকে বাড়ি ফিরে তার পর বসেন নিজের শিল্পকর্মে। বি.কম পাশ করে একটি বেসরকারি সংস্থায় কাজ করে প্রশান্ত। বাবা, মা, ছোট ভাইকে নিয়ে থাকে একটি ভাড়া বাড়িতে। প্রশান্তর বাবা পেশায় টোটো চালক। মা গৃহবধূ। বাবা বলছেন, ”ছোটবেলা থেকেই আঁকা নিয়ে বেশ সুনাম ছিল প্রশান্তর। ২০১৯ সাল থেকে তার হাতে করা ছোট ছোট শিল্পকর্মে নজর কেড়েছিল আমাদের। আরও ভালো করে কিছু করার লক্ষ্য নিয়ে উৎসাহিত করেছিলাম ছেলেকে। ছেলেরাই শিল্পকর্মের প্রচেষ্টায় গর্ব অনুভব করি। আগামী দিনে ওর শিল্পকর্ম যাতে সকলে জানতে পারে এটাই কামনা করব।”

[আরও পড়ুন: লোকসভায় ভালো ফলের আশা নেই! ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে ‘দিশাহীন’ আলিমুদ্দিন]

মা বেবী দেবী ছেলের শিল্পকর্মে খুবই আনন্দিত। তাঁর এই মূর্তি তৈরি এতদূর পৌঁছবে, তা তিনি ভাবতেও পারেননি। আগামী দিনে প্রশান্ত যাতে আরও উন্নতি করুক, এটাই চান তিনি। আর ছোট্ট প্রতিমা বানানোর কারিগর প্রশান্ত বলেন, ”ছোট থেকেই শিল্পকলা ভালো লাগত। ছবি আঁকা থেকে শুরু। তার পর ২০১৯ সাল থেকে প্রতিমা বানানোর কাজ শুরু করি। প্রথম থেকেই একটু আলাদা কিছু বানানোর চেষ্টা করেছি।” এবছর তাঁর বানানো ছোট্ট দুর্গা ইতিমধ্যে কলকাতা ও চন্দননগর পুজো মণ্ডপে পৌঁছেছে। আগামী দিনে এমনই ছোট সংস্করণে সুন্দর প্রতিমা তৈরি করার পথে এগোচ্ছেন প্রশান্ত।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement