Advertisement
Advertisement

Breaking News

মিমি চক্রবর্তী

রেললাইনে আটকে গেল হুডখোলা জিপ, দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মিমি

কী প্রতিক্রিয়া তৃণমূলের তারকা প্রার্থীর?

Mimi Chakraborty's campaign car stuck in Vidyadharpur rail gate
Published by: Sayani Sen
  • Posted:April 23, 2019 6:10 pm
  • Updated:April 23, 2019 9:42 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: রেলগেট নেই৷ তার জেরে রেল লাইন পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হত স্থানীয় বাসিন্দাদের৷ প্রায়শই থাকে দুর্ঘটনার আশঙ্কা৷ রেলগেট না থাকার ফলে একই সমস্যার মুখোমুখি হতে হল যাদবপুরে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীকেও৷ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বিদ্যাধরপুরে রেললাইনের উপর আটকে গেল তাঁর প্রচার গাড়ি৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মিমি৷ বাধ্য হয়ে হেঁটে রেললাইন পারাপার করলেন তিনি৷ 

[ আরও পড়ুন: ‘এই বুথ আমার’, পুলিশ আধিকারিককে হুমকি প্রাক্তন তৃণমূল বিধায়কের]

MIMI

Advertisement

যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য, বিজেপির অনুপম হাজরার প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূলের হয়ে লড়ছেন মিমি চক্রবর্তী৷ তৃণমূলের তারকা প্রার্থী প্রতিদিনই ব্যস্ত প্রচারে৷ মঙ্গলবার সকাল আটটা থেকেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় হুডখোলা জিপে চড়ে প্রচার সারেন তিনি৷ সঙ্গে ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখোপাধ্যায় এবং জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী৷ 

[ আরও পড়ুন: ইটাহারে বোমা বাঁধতে গিয়ে জখম তিন বিজেপি সমর্থক, এলাকায় উত্তেজনা]

MIMI

মিমির হুডখোলা জিপটি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বিদ্যাধরপুর রেলগেটের কাছে পৌঁছায়৷ ক্রসিং না থাকায় কিছু বুঝে ওঠার আগেই রেললাইনের উঠে যায় মিমির গাড়ি৷ সেই সময় উলটো দিক থেকে আসছিল সকাল ন’টার মাতৃভূমি লোকাল৷ রেললাইনের উপরে উঠে আটকে যায় গাড়িটি৷ হাজার চেষ্টাতেও গাড়িটি রেললাইন থেকে সরাতে পারছিলেন না চালক৷

[ আরও পড়ুন: ভোটের শুরুতেই বোমাবাজি ডোমকলে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ]

MIMI

[ আরও পড়ুন: অসুস্থতার জন্যই যোগীর সভায় অনুপস্থিত, সাংবাদিক বৈঠকে সাফাই শান্তনুর]

স্থানীয়দের চোখে পড়ে যায় ঘটনাটি৷ দৌড়ে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা৷ এলাকাবাসীর তৎপরতাতেই থামানো হয় মাতৃভূমি লোকালটিকে৷ পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি থেকে নেমে পড়েন মিমি৷ সুর কাটে প্রচারের৷ বাধ্য হয়ে হেঁটেই রেললাইন পারাপার করেন তৃণমূলের তারকা প্রার্থী৷ তাঁকে দেখতে তখন অগণিত মানুষ ভিড় জমিয়েছেন ওই চত্বরে৷ কিছুক্ষণের মধ্যেই যদিও হুডখোলা গাড়িটিকে রেললাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ স্বাভাবিক হয় রেল চলাচল৷ তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মিমি৷ তবে এই ঘটনার জেরে ব্যস্ত সময়ে বেশ খানিকটা ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা৷ ভুক্তভোগীদের সমস্যা যে ঠিক কতখানি, তা বুঝতে পেরেছেন বলেই জানান মিমি৷   

দেখুন ভিডিও:



ছবি এবং ভিডিও: বিশ্বজিৎ নস্কর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement