দেবব্রত মণ্ডল, বারুইপুর: রেলগেট নেই৷ তার জেরে রেল লাইন পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হত স্থানীয় বাসিন্দাদের৷ প্রায়শই থাকে দুর্ঘটনার আশঙ্কা৷ রেলগেট না থাকার ফলে একই সমস্যার মুখোমুখি হতে হল যাদবপুরে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীকেও৷ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বিদ্যাধরপুরে রেললাইনের উপর আটকে গেল তাঁর প্রচার গাড়ি৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মিমি৷ বাধ্য হয়ে হেঁটে রেললাইন পারাপার করলেন তিনি৷
যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য, বিজেপির অনুপম হাজরার প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূলের হয়ে লড়ছেন মিমি চক্রবর্তী৷ তৃণমূলের তারকা প্রার্থী প্রতিদিনই ব্যস্ত প্রচারে৷ মঙ্গলবার সকাল আটটা থেকেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় হুডখোলা জিপে চড়ে প্রচার সারেন তিনি৷ সঙ্গে ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখোপাধ্যায় এবং জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী৷
মিমির হুডখোলা জিপটি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বিদ্যাধরপুর রেলগেটের কাছে পৌঁছায়৷ ক্রসিং না থাকায় কিছু বুঝে ওঠার আগেই রেললাইনের উঠে যায় মিমির গাড়ি৷ সেই সময় উলটো দিক থেকে আসছিল সকাল ন’টার মাতৃভূমি লোকাল৷ রেললাইনের উপরে উঠে আটকে যায় গাড়িটি৷ হাজার চেষ্টাতেও গাড়িটি রেললাইন থেকে সরাতে পারছিলেন না চালক৷
স্থানীয়দের চোখে পড়ে যায় ঘটনাটি৷ দৌড়ে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা৷ এলাকাবাসীর তৎপরতাতেই থামানো হয় মাতৃভূমি লোকালটিকে৷ পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি থেকে নেমে পড়েন মিমি৷ সুর কাটে প্রচারের৷ বাধ্য হয়ে হেঁটেই রেললাইন পারাপার করেন তৃণমূলের তারকা প্রার্থী৷ তাঁকে দেখতে তখন অগণিত মানুষ ভিড় জমিয়েছেন ওই চত্বরে৷ কিছুক্ষণের মধ্যেই যদিও হুডখোলা গাড়িটিকে রেললাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ স্বাভাবিক হয় রেল চলাচল৷ তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মিমি৷ তবে এই ঘটনার জেরে ব্যস্ত সময়ে বেশ খানিকটা ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা৷ ভুক্তভোগীদের সমস্যা যে ঠিক কতখানি, তা বুঝতে পেরেছেন বলেই জানান মিমি৷
দেখুন ভিডিও:
ছবি এবং ভিডিও: বিশ্বজিৎ নস্কর
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.