সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপুল ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন মিমি চক্রবর্তী৷ ভাঙড়ে তাই বিজয়োৎসবের আয়োজন করা হয়৷ ওই অনুষ্ঠানে চটুল নাচ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এই ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ৷ ঘটনার তীব্র নিন্দা জানালেন তিনি৷
বেশ কয়েকদিন আগে শানপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আনসার মোল্লা ও যুবনেতা শ্যামল মণ্ডলের নেতৃত্বে নিমকুড়িয়ায় এক জলসার আসর বসে। কাওয়ালি গানের আসর বসার কথা থাকলেও কলকাতা থেকে কয়েকজন বার ডান্সার নিয়ে যাওয়া হয় সেখানে। অভিযোগ, প্রথম থেকেই অত্যন্ত আপত্তিকর ও স্বল্প পোশাকে নাচ শুরু হয়। কিন্তু কিছুক্ষণ চলার পর একজন নর্তকী ওঠেন গোলাপি স্কার্ট ও কালো রঙের টপ পরে। টপে লেখা আপনা ডান্স। পায়ে কালো জুতো। এই নর্তকীর নাচ শুরু হতেই উত্তাল হয়ে উঠে জলসায় আসা হাজার কয়েক যুবক। মহিলারা জলসা খালি করে চলে যান। কারণ, ওই নর্তকীর কার্যত উলঙ্গ হয়ে স্কার্ট তুলে মঞ্চের সীমানায় দাঁড়িয়ে নাচছিল। এবং যুবকদের দিকে বারবার স্কার্ট তুলে দেখাচ্ছিল৷
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক তৃণমূল নেতা মঞ্চে উঠে গিয়ে এই অশ্লীল নাচ করা যুবতীর সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন। কানে কানে বলে দিচ্ছেন। আর তারপরই জনতার কাছে গিয়ে স্কার্ট উচিয়ে শরীরের গোপন অংশ দেখায় ওই নর্তকী। বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের সভাপতি সাংসদ শুভাশিস চক্রবর্তী রিপোর্ট তলব করেন। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে৷
সেই ঘটনারই তীব্র নিন্দা করলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘‘ঘটনার কথা আমার জানা ছিল না। এই ঘটনা যাতে আর না ঘটে তা দেখব৷’’ পাশাপাশি এদিন সংসদের অভিজ্ঞতা নিয়েও মুখ খোলেন তৃণমূলের তারকা সাংসদ৷ সংসদ ভবনের অভিজ্ঞতা বেশ ভাল বলেই জানান তিনি৷ আবারও সংসদে গিয়ে এলাকার সমস্যার কথা তুলে ধরারও আশ্বাস দেন মিমি চক্রবর্তী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.