Advertisement
Advertisement

Breaking News

Gangasagar

গঙ্গাসাগর মেলাতেও জঙ্গি-অনুপ্রবেশকারী উদ্বেগ? বাড়তি নিরাপত্তায় ১৩ হাজার পুলিশ

নদী ও সমুদ্রবক্ষে বিশেষ নজরদারি পুলিশ ও জেলা প্রশাসনের।

Militant-infiltrating concerns at the Gangesagar Mela? 13 thousand police for security

সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ-প্রশাসনের আধিকারিকরা।

Published by: Suhrid Das
  • Posted:December 30, 2024 5:32 pm
  • Updated:December 30, 2024 9:00 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ডহারবার: গঙ্গাসাগর মেলাতেও কি এবার জঙ্গি, অনুপ্রবেশকারী উদ্বেগ? এবার আরও বেশি সতর্ক পুলিশ-প্রশাসন। মেলার দিনগুলিতে আরও সজাগ থাকার কথা জানানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে। মেলায় নিরাপত্তার জন্য ১৩ হাজার পুলিশ কর্মী থাকবেন বলে খবর।

সোমবার আলিপুরে সাগরমেলার প্রস্তুতি পর্ব নিয়ে সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক ও কর্তারা। ভারত-বাংলাদেশ সীমানা দিয়ে জঙ্গি, অনুপ্রবেশকারী ও পাচার সংক্রান্ত ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে। সেজন্য আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Advertisement

পুলিশ সুপার জানান, এবার মেলায় ১৩ হাজার পুলিশ বাহিনীর নজরদারি থাকছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জল-স্থলে সর্বত্রই থাকছে বাড়তি নজরদারি। পুণ্যার্থীদের যাতে কোনওরকম বিপদ না হয়, সেজন্য সাদা পোশাকের পুলিশবাহিনীর কড়া নজরদারি চলবে। মোতায়েন থাকছে উপকূলরক্ষী বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। চলবে ড্রোনের মাধ্যমে নজরদারিও। মুড়িগঙ্গা নদীবক্ষ ও সমুদ্রে চলবে জোর টহলদারি।

জেলাশাসক জানিয়েছেন, মুড়িগঙ্গায় ড্রেজিংয়ের কাজ শেষ হবে একদিনের মধ্যে। নদীতে ড্রেজিং এমনভাবে করা হচ্ছে, যাতে ১৮-২০ ঘণ্টা ভেসেল চলাচল করতে পারে। তিনি আশাপ্রকাশ করেন, এবার মেলায় লট নম্বর ৮ ঘাট থেকে কচুবেড়িয়া ঘাট ও চেমাগুড়িতে নদীপক্ষে পূণ্যযাত্রীদের নদী পারাপারে তেমন কোনও সমস্যা হবে না। মুড়িগঙ্গার উপর টাওয়ারগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা হচ্ছে। কুয়াশায় যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য জেটিঘাটে বাড়তি আলো লাগানো হবে। সাগরমেলায় ১১৫০টি সিসিটিভি লাগানো থাকছে বলে জানান জেলাশাসক। তিনি জানিয়েছেন, ১০০ সৌরবিদ্যুতের আলোরও বন্দোবস্ত থাকছে মেলায়।

জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, “পুণ্যার্থীরা যাতে ১ নম্বর বিচের দিকেই স্নানঘাটে নিরাপদে পুণ্যস্নান সারতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে। সেখানে যাতায়াতের জন্য নতুন রাস্তাও করা হচ্ছে। ভাঙনরোধে ২ ও ৩ নম্বর সৈকতে কাজ চলছে। তাই এবার সেখানে স্নান করা যাবে না। বিকল্প ব্যবস্থা হিসেবে ১ নম্বর সৈকতের স্নানঘাটে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।”

আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। শেষ হবে ১৭ জানুয়ারি। মকর সংক্রান্তির পুণ্যস্নান চলবে ১৪ জানুয়ারি সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে পরদিন সকাল ৬ টা ৫৮ মিনিট পর্যন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement