Advertisement
Advertisement
ভূমিকম্প

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প, বর্ধমানে মৃত ১

রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৮।

Mild earthquake hits West Bengal, no casualty reported

ছবি: প্রতীকী

Published by: Tanumoy Ghosal
  • Posted:May 26, 2019 11:29 am
  • Updated:May 26, 2019 3:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট মিটতেই রাজ্যে ভূমিকম্প! রবিবার সকালে কেঁপে উঠল পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম। মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে দুর্গাপুর ও মুর্শিদাবাদেও। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। বর্ধমানে শহরে বাড়ির দেওয়াল চাপা পড়ে একজন মারা গিয়েছেন। দুর্গাপুরে ভূমিকম্পের সময়ে হুড়োহুড়ি করে বাড়ি থেকে বেরোতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে কম্পন অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮৷ 

[আরও পড়ুন: বন্ধুর বেশে ভাব জমিয়ে ফাঁকা ট্রেনে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষার্থে ঝাঁপ তরুণীর]

ঘড়িতে তখন সকাল ১০টা ৪০। ছুটির দিন সকালে একটু দেরি করেই ঘুমে ভেঙেছে সকলেরই। কেউ বাজারের পথে, কেউ বাড়িতে চা খাচ্ছেন। আচমকাই কেঁপে উঠল বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মাটি। ভূমিকম্প অনুভূত হয় দুর্গাপুর ও মুর্শিদাবাদেও। কম্পন টের পাওয়ামাত্রই আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। শাঁখ বাজাতে শুরু করেন বাড়ির মহিলারা। এদিকে যখন ভূমিকম্প হচ্ছে, তখন বর্ধমান শহরের ছোট নীলপুর এলাকায় একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। কম্পনে বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে মারা যান বাপি মোল্লা নামে এক শ্রমিক। তাঁর বাড়ির ভাতারের আরাগ্রামে। দুর্গাপুরে আবার হুড়োহুড়ি করে বাড়ি থেকে বেরোতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কম্পন অবশ্য খুব বেশিক্ষণ স্থানীয় হয়নি। তবে আফটার শক বা ফের কম্পনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত যা খবর, যাঁরা মাটির বাড়িতে থাকেন, তাঁরা এখনও বাড়িতে ফেরার সাহস পাননি। ভূমিকম্পের উৎসস্থলই কোথায়? সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: সিনেমা হলে নাবালিকাকে ধর্ষণ! নির্ভয়া কাণ্ডের ছায়া বনগাঁয়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement