Advertisement
Advertisement

Breaking News

Malda

রাজস্থানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টাওয়ার, মৃত্যু মালদহের শ্রমিকের, আহত আরও ৫

মাসখানেক আগে রাজস্থানে কাজে যান যুবক।

Migrant laborer from Malda dies while work in Rajasthan

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:February 18, 2025 7:47 pm
  • Updated:February 18, 2025 7:51 pm  

বাবুল হক, মালদহ: রাজস্থানে টাওয়ারের কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। টাওয়ার ভেঙে পড়ে মৃত্যু হয়েছে যুবকের। আহত রাজ্যের আরও পাঁচ। দেহ মালদহে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। যুবকের মৃত্যুর খবর আসতেই ভেঙে পড়েছে পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম সামিউল শেখ। বয়স ২০ বছর। তিনি ইংরেজবাজারের মিলকি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। এক মাস আগে সফিকুল শেখ, মিঠুন খান, এবং শোভানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রাসেল শেখ হেলু শেখ ও মনিরুল শেখের সঙ্গে রাজস্থানে কাজে যান সামিউল। প্রতিদিনের মতো সোমবারও সেখানে টাওয়ারের সাইটে গিয়ে কাজ করছিলেন তাঁরা। কাজ করার সময় হঠাৎই দুমড়েমুচড়ে পড়ে টাওয়ারটি। সেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয় সামিউলের। ঘটনায় আহত হন সঙ্গে থাকা বাকি ৫ জন। তাঁদের চিকিৎসা চলছে।

Advertisement

যুবকের মৃত্যুর খবর গ্রামে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার-সহ গোটা গ্রামে। এদিকে এই ঘটনার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মালদহ জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। বাড়িতে যান ইংরেজ বাজার মহিলা তৃণমূল সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তাঁরা। পাশাপাশি দেহ গ্রামে ফিরিয়ে আনার ব্যাপারেও কথা বলেন। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমস্ত রকম সরকারি আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তাঁরা। আহতদেরও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub