রঞ্জন মহাপাত্র: আইআরসিটিসি-র এজেন্টদের লক্ষ লক্ষ টাকার ই-টিকিট জালিয়াতি। এই অভিযোগে ট্রাভেল এজেন্সির দুই কর্ণধারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মুনমুন রাউত ও বিশ্বজিৎ সিনহা। অভিযোগ, ধৃতরা শতাধিক ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে রেলের ওয়েবসাইট হ্যাক করে লক্ষ লক্ষ টাকার ই-টিকিট জাল করে বিক্রি করেছে। ই-টিকিটের পাশাপাশি এই তালিকায় রয়েছে তৎকাল টিকিটও। বেশকিছু দিন আগেই গোটা বিষয়টি রেলের নজরে আসে। সন্দেহভাজন দুই এজেন্টের উপরে শুরু হয় নজরদারি। টিকিট জালিয়াতির প্রমাণ মিলতেই ওই দুই এজেন্টকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার মেদিনীপুর শহরের গোলকুঁয়ারচকে এই ট্রাভেল এজেন্সির দপ্তরে হানা দেয় রেল পুলিশের অপরাধ দমন শাখা। বাজেয়াপ্ত করা হয় দুটি কম্পিউটার, একটি প্রিন্টার, তিনটি মোবাইল ফোন ও নগদ দু’লক্ষ ছ’হাজার ৫০ টাকা। ওই ট্রাভেল এজেন্সির অফিস থেকে ১২৫টি তৎকাল টিকিটও উদ্ধার করেছেন রেল আধিকারিকরা। টিকিট মূল্য তিন লক্ষ ৮৮ হাজার ৮০ টাকা। রেলকর্তাদের দাবি, গত জানুয়ারি থেকে সবমিলিয়ে মোট ১৫ লক্ষ ৪৭ হাজার ৩৫৬ টাকার টিকিট বিক্রি করা হয়েছে। এই হিসেব হাতে আসার পরেই মুনমুন রাউত ও বিশ্বজিৎ সিনহাকে গ্রেপ্তার করে পুলিশ। দোকানটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে ইতিমধ্যেই জালিয়াতির নেপথ্যে বড়সড় চক্রের হদিশ মিলেছে।ধৃতদের জেরা করে জালিয়াতি চক্রের পাণ্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই ধৃতদের বক্তব্যের সূত্র ধরে বিভিন্ন জংশন গুলিতে তল্লাশি শুরু করেছে রেল পুলিশের অপরাধ দমন শাখা।
কিন্তু, রেলের জাল ই-টিকিটের এই কারবার? অভিযুক্ত মুনমুন ও বিশ্বজিৎ যে আইআরসিটিসির অবৈধ এজেন্ট, তা কিন্তু নয়। কিন্তু, বৈআইনি পথে তারা ব্যবসা করত বলে অভিযোগ। রেল জানিয়েছে, রেড চিলি নামে একটি সফটওয়্যারে সাহায্যে রেলের তৎকাল টিকিটের ওয়েবসাইট হ্যাক করে জাল টিকিট বের করত ওই দুই এজেন্ট। আর সেই টিকিট মোটা টাকায় যাত্রীদের বিক্রি করা হত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.