বেলগাছিয়া এলাকায় দ্রুত চলছে পাইপলাইন সারানোর কাজ। নিজস্ব চিত্র
অরিজিৎ গুপ্ত, হাওড়া: আতঙ্ক পিছু ছাড়ছে না হাওড়ার বেলগাছিয়া ভাগাড় এলাকায়। ধসের আকার ক্রমাগত ভয়াবহ হচ্ছে। তার উপর আরও দুশ্চিন্তা বাড়াচ্ছে মিথেন গ্যাস। ওই ধস কবলিত ওই এলাকায় ক্রমশ ছড়িয়ে যাচ্ছে মিথেন গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর পরিশ্রম করছেন প্রশাসনের কর্মী-আধিকারিকরা। ওই এলাকার জল বন্ধ রয়েছে। সোমবারের মধ্যে জল সমস্যা মিটে যাবে। এমনই জানানো হচ্ছে আধিকারিকদের থেকে।
বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫ হাজার সাধারণ মানুষ। বাড়িগুলির দেওয়ালে বড় বড় ফাটল। মেঝেও ফেটে কার্যত দু’ফাঁক হয়ে গিয়েছে। আতঙ্ক ক্রমশ গ্রাস করছে বাসিন্দাদের। শনিবার বেলগাছিয়া ভাগাড় এলাকার ঝিলপাড়ের প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বহু পাকা বাড়ি কোনওটা ভেঙে গিয়েছে, কোনওটা হেলে পড়েছে আবার কোনওটায় ফাটল ধরেছে। ফাটল ধরে রাস্তা কয়েক ফুট নিচে বসে গিয়েছে। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটি কোনওটা ভেঙে পড়েছে। কোনওটা আবার বিপজ্জনকভাবে হেলে রয়েছে। নিরাপত্তার কারণে এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এদিকে এলাকায় মিথেন গ্যাস বেরতে শুরু হয়েছে। প্রায় গোটা এলাকাজুড়েই মিথেন গ্যাস ছড়িয়ে রয়েছে। একে ভাগাড় এলাকা, তার উপর ধস নামার কারণেই কি মিথেন গ্যাস বেরচ্ছে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে সেখানে বসে রয়েছেন। পুলিশের তরফে মাইকিং করে বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা একাধিকবার বলা হচ্ছে। কিন্তু বাড়িঘর ছেড়ে কোথায় যাবেন? তা বুঝে উঠতে পারছেন না ঝিলপাড়ের হাজার হাজার বাসিন্দা। হাওড়া পুরসভার তরফেও এলাকার বাসিন্দাদের স্থানীয় আশপাশের স্কুলগুলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিছু বাসিন্দা জিনিসপত্র নিয়ে সেখানে গেলেও সকলে এখনও সেখানে আশ্রয় নেননি।
ভূবিজ্ঞানী সুজীব কর বলেন, ‘‘ভাগাড়ে পড়ে থাকা পচাগলা দেহরস এলাকার মাটিকে নষ্ট করে দিয়েছে। ফলে মাটির তলা ফেঁপে গিয়ে ওখানে মিথেন গ্যাস ও গঙ্গার জল ঢুকে গিয়েছে। যার জেরে যে কোনও সময় ভাগাড় সংলগ্ন এলাকা মাটির তলায় চলে গিয়ে বড়সড় বিপর্যয় ঘটতে পারে। প্রশাসনের উচিত খুব দ্রুত মাটিতে গহ্বর তৈরি করে মিথেন গ্যাস আগে বার করা। তবেই বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।’’
শনিবার বিকেলে ওই এলাকায় প্রশাসনিক কর্তারা গিয়েছিলেন। সেসময় তাঁদের ঘিরে সাময়িক বিক্ষোভ হয়। পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। সেই কথা প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে। ভাগাড় এলাকায় জোরকদমে পুরসভার পাইপলাইন মেরামতের কাজ চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.