Advertisement
Advertisement
শীত

কবে আসবে শীত? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে মৌসুমী বায়ু।

MeT predicts Winter will be come in proper time in West Bengal
Published by: Sayani Sen
  • Posted:October 13, 2019 9:48 am
  • Updated:October 13, 2019 9:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা বিদায়ের পালা চলে এসেছে। মৌসুমী বায়ুর পাশাপাশি সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। তাই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবার অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলতে পারে আমজনতার। কারণ, বর্ষা বিদায়ের পরই সামনের সপ্তাহ থেকে কমবে তাপমাত্রা। সব ঠিকঠাক থাকলে ধীরে ধীরে রাজ্যে ঢুকতে শুরু করবে শীত।

[আরও পড়ুন: জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে নয়া মোড়, স্ক্যানারে শিক্ষকের বন্ধুর সঙ্গে বিউটির সম্পর্ক]

পুজোয় বৃষ্টি হবে কি না, সেই আশঙ্কার দিন শেষ। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহের পর থেকে রাজ্যে বিদায় নিতে শুরু করবে মৌসুমী বায়ু। বাস্তবেও হল ঠিক তাই। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গে কয়েকটি জেলার উপর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটেছে। কেটে গিয়েছে ঘূর্ণাবর্তও। বর্ষা এখনও কিসানগঞ্জ, বাঁকুড়া, জামশেদপুরের উপরে রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ব ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটবে। মৌসুমী বায়ু চলে যাবে আন্দামানের দিকে। তাই আপাতত হালকা বা মাঝারি হলেও, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু-তিনদিনের মধ্যেই মৌসুমী বায়ু পুরোপুরি বিদায় নেবে বলেই আশাবাদী হাওয়া অফিস। আবহবিদরা মনে করছেন, আগামী ১৫ অক্টোবরের আশেপাশে পুরোপুরি মৌসুমী বায়ুর বিদায় ঘটবে। বর্ষার শুরুতে চলতি বছর বৃষ্টির ঘাটতি ছিল ঠিকই। তবে পরেরদিকে সেই ঘাটতির মাত্রা যদিও হ্রাস পেয়েছে যথেষ্টই।

Advertisement

[আরও পড়ুন: ‘ফিরিয়ে দাও ৮ বছরের ভালবাসা’, প্ল্যাকার্ড হাতে প্রেমিকার বাড়ির সামনে ধরনা যুবকের]

বৃষ্টির পাশাপাশি কমতে থাকবে তাপমাত্রাও। তাই কিছুটা হলেও অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলতে পারে আমজনতার। সব ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ে রাজ্যে শীতের প্রবেশ সম্ভব বলেই মনে করছেন আবহবিদরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement