রিংকি দাস ভট্টাচার্য: আবহাওয়া দপ্তরের আশঙ্কা ছিল৷ সেই পূর্বাভাসই সত্যি হল৷ দুপুরের পর থেকে কালো মেঘে ঢেকে যায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ বিকেল থেকেই পুরুলিয়ায় শুরু হয় বৃষ্টি৷ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আর সন্ধে যখন রাতের দিকে ঢলে পড়ার সময়, তখনই শুরু হল প্রবল ঝড়, সঙ্গে বৃষ্টি৷
সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল৷ রোদের সঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা৷ সব মিলিয়ে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল গোটা রাজ্যেই৷ গত বেশ কয়েকদিনের প্রচণ্ড গরমে বেশ নাজেহাল আমজনতা৷ তবে শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার আচমকা পরিবর্তন৷ কালো মেঘে ঢেকে যায় আকাশ৷ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের আকাশই ঢেকে যায় কালো মেঘে৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দুপুরের পর থেকে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায়৷ বইতে পারে ঝোড়ো হাওয়াও৷ হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ার পাশাপাশি মালদহেও হতে পারে ঝড়বৃষ্টি৷ তবে পুরুলিয়ায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ বইছে ঝোড়ো হাওয়াও৷ শহর কলকাতাও হাওয়া বদলের দাপট থেকে দূরে রইল না৷ সন্ধে প্রায় সাড়ে সাতটা নাগাদ তুমুল ঝড় শুরু হয়৷ সেইসঙ্গে অঝোরধারায় বৃষ্টি৷ আচমকা ঝড়বৃষ্টিতে নাজেহাল শহরের ট্রাফিক৷ বিভিন্ন রাস্তায় থমকে দাঁড়ায় গাড়ি৷ বৃষ্টির দাপট থেকে বাঁচতে রাস্তার পাশে ছাউনির নিচে আশ্রয় নেন পথচলতি জনতা৷
সাধারণত মার্চের মধ্যে কলকাতায় দু’টি কালবৈশাখী হওয়ার কথা৷ তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি কালবৈশাখী হয়েছে তিলোত্তমায়৷ যদিও এদিন শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা৷ শুক্রবারের ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ সেভাবে না কমলেও, একটানা অস্বস্তি থেকে খানিকটা মুক্তি মিলল বলেই জানাচ্ছেন শহরবাসী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.