Advertisement
Advertisement
weather

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।

MeT predicts temperature rise in Kolkata | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 5, 2023 10:10 am
  • Updated:August 5, 2023 10:10 am  

নিরুফা খাতুন: লাগাতার বৃষ্টিতেও কাটেনি আর্দ্রতাজনিত অস্বস্তি। এবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সেই গরম আর অস্বস্তি আরও বাড়বে বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

শনিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২ দিনে দক্ষিণবঙ্গে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। রবিবার পর্যন্ত গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। সোমবার থেকে ফের কমবে তাপমাত্রা। পরবর্তী দু-তিনদিনে তাপমাত্রা দু’তিন ডিগ্রি কমবে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা বাড়বে। বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টিও হতে পারে। শহরে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯০ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: লকআপে যুবককে পিটিয়ে ‘খুন’, পুলিশ ও উন্মত্ত জনতার সংঘর্ষে অগ্নিগর্ভ নবগ্রাম]

এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভানা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ ও দুই দিনাজপুরে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রবিবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ৯ আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

আবহবিদরা জানাচ্ছেন, আগামী কাল ৬ আগস্ট মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে। আগামী তিন দিনে মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। নিম্নচাপ উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। তার জেরেই আবহাওয়ার এই বদল।

[আরও পড়ুন: ফের রক্তাক্ত কাশ্মীর, জেহাদিদের হামলায় শহিদ ৩ জওয়ান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement