Advertisement
Advertisement

Breaking News

কমবে তাপমাত্রা, স্বস্তি দিতে আসছে বৃষ্টি

কবে নামবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

MeT predicts rain relief for heat scorched Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2017 5:23 am
  • Updated:June 6, 2017 5:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  বাইরে বেরোলেই কড়া রোদ৷ সঙ্গে দরদরিয়ে ঘাম আর অস্বস্তি৷ রোজকার এই কষ্টের হাত থেকে একটু মুক্তি মিলতে পারে এবার৷ অন্তত সেরকমই সুখবর শোনাল হাওয়া অফিস৷

প্রাক বর্ষার বৃষ্টি নামতে চলেছে রাজ্যে৷ অপেক্ষা আর দু-তিন দিনের৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আপাতত থমকে রয়েছে কেরলে৷ তবে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মাঝে তৈরি হওয়া নিম্নচাপ আশার আলো দেখাচ্ছে৷ আগামী দু’দিন জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে৷ তারপর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যদিও এটাকে প্রাক বর্ষার বৃষ্টি বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷

Advertisement

weather-bulletine_web

হাওয়া অফিসের ক্যালেন্ডার বলছে এ রাজ্যে বর্ষার মরসুম শুরু হবে ৯ থেকে ১০ই জুনের মধ্যে৷ তার আগে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো প্রাক বর্ষার বৃষ্টিই সম্বল আপাতত৷ এই গরম থেকেও মিলবে কিছুটা ছুটি, কারণ আবহাওয়াবিদরা বলছেন এই বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামতে পারে৷ তবে আর্দ্রতা কমার কোনও সম্ভাবনা নেই৷ তাই প্যাচপ্যাচে ঘামের অস্বস্তি থেকে রেহাই মিলছে না এখনই৷ সোমবারও বিভিন্ন জেলায় বৃষ্টি নেমেছে৷ যদিও সে সুখে বঞ্চিত থেকেছে কলকাতা৷ তবে বৃষ্টির জন্য আর খুব বেশি অপেক্ষা করতে হবে না শহরবাসীকে৷ এমনিতে বুধবার পর্যন্ত অংশত মেঘলা আকাশই থাকছে৷ বৃহস্পতিবার থেকেই দেখা মিলবে বৃষ্টির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement