Advertisement
Advertisement

Breaking News

বৃষ্টি

গরমে স্বস্তির খবর, বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলি৷

MeT predicts rain in West Bengal at Monday's evening
Published by: Sayani Sen
  • Posted:May 13, 2019 10:09 am
  • Updated:May 13, 2019 10:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে মেঘলা আকাশ৷ সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা৷ দু’য়ে মিলে সপ্তাহের শুরুতেও গলদঘর্ম অবস্থা আপামর বঙ্গবাসীর৷ প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর৷ হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ৷ পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও হতে পারে বৃষ্টি৷ ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও৷  তবে তার জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমবে কিনা, সে বিষয়ে সন্দিহান আবহাওয়াবিদরা৷

[আরও পড়ুন: জঙ্গলমহলে ভোটের মেনু থেকে বাদ অনুব্রতর হিট দাওয়াই ‘নকুলদানা’]

শুরু থেকেই একেবারে হাঁকিয়ে ব্যাটিং করছে গ্রীষ্ম৷ সকাল থেকে সূর্যের চোখরাঙানিতে কাহিল শহর থেকে শহরতলির মানুষ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ৷ বৈশাখের শেষ সপ্তাহেই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই৷ সঙ্গে দোসর অতিরিক্ত আর্দ্রতার উপস্থিতি৷ একে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং তার সঙ্গে বেশি আর্দ্রতা৷ দু’য়ে মিলে ত্রাহি ত্রাহি রব তুলেছেন সাধারণ মানুষ৷ ইতিমধ্যেই তীব্র গরমে প্রাণহানিও হয়েছে বেশ কয়েকজনের৷ সোমবারও রাজ্যের পরিস্থিতি একইরকম৷ এদিন সকাল থেকে আকাশের মুখভার৷ প্রচণ্ড আর্দ্রতার উপস্থিতিতে বজায় রয়েছে একইরকম অস্বস্তি৷ ঘেমে নেয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষকে৷ আট জেলায় এদিনও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ, ভোটের পরই অপসারিত বাঁকুড়ার জেলাশাসক]

তবে, এই গরমের মাঝেই কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস৷ সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার এবং বুধবার টানা দু’দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ উত্তরের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা৷ তবে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ আদৌ নামবে কিনা, তা নিয়ে এখনও কিছুই বলতে পারছেন না আবহবিদরা৷ এই পরিস্থিতিতে প্রচণ্ড গরম থেকে বাঁচতে নানা সতর্কতা জারি করেছেন চিকিৎসকরা৷ পথেঘাটে তাপ থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করে, তবেই বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement