Advertisement
Advertisement
নিম্নচাপ

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরের জেলাগুলিও৷

MeT predicts rain in South and North Bengal in this week
Published by: Sayani Sen
  • Posted:June 26, 2019 1:48 pm
  • Updated:June 26, 2019 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে বর্ষা রাজ্যে ঢুকে পড়েছে৷ হাওয়া অফিসের তরফে দাবি একইরকম৷ কিন্তু জুনের শেষেও বৃষ্টি অমিল বঙ্গে৷ সামান্য ছিটেফোঁটা হলেও, ভারী বৃষ্টির দেখা নেই৷ তার জেরে তীব্র গরম এবং মাত্রাতিরিক্ত আর্দ্রতার জেরে বিব্রত রাজ্যবাসী৷ কবে আসবে বৃষ্টি এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷

[ আরও পড়ুন: রবিউল জঙ্গি! মানতে পারছেন না মুরারইয়ের মিত্রপুর গ্রামের প্রতিবেশীরা]

তবে এই পরিস্থিতিতে যদিও সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে৷ যার ফলে চলতি সপ্তাহের শেষের দিকে ঝেঁপে বৃষ্টি সম্ভাবনা রাজ্যে৷ এই নিম্নচাপের সৌজন্যেই রবিবার থেকে রাজ্যে বর্ষার বৃষ্টির দেখা মিলতে পারে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হবে বলেই আশা হাওয়া অফিসের৷

Advertisement

[ আরও পড়ুন: কাটমানি ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও, উত্তপ্ত মুর্শিদাবাদ]

তবে দক্ষিণবঙ্গবাসী যখন প্রবল গরমে অতিষ্ঠ, তখন উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই বিপরীত৷ বৃষ্টির জেরে বেশ স্বস্তিতেই দিন কাটছে উত্তরবঙ্গবাসীর৷ প্রবল বৃষ্টিতে বরং ভোগান্তির শিকার হতে হচ্ছে উত্তরের মানুষদের৷ গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজছে উত্তরের বিভিন্ন জেলা৷ ২৮ জুন পর্যন্ত দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিতে ভিজবে বলেই জানিয়েছেন আবহবিদরা৷

[ আরও পড়ুন: ‘স্কুলের শিক্ষকদের কাছেই প্রাইভেট টিউশন পড়ব’, দাবিতে পথে পড়ুয়ারা]

গত কয়েক বছরের তুলনায় এ বছর বেশ দেরিতে রাজ্যে পা রেখেছে বর্ষা। তার উপরে কাঙ্ক্ষিত বৃষ্টি নেই। হাওয়া অফিসের তথ্য বলছে, ২৩ জুন পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ঘাটতি অনেকটাই বেড়েছে। যেমন সবাইকে টেক্কা দিয়ে হাওড়া, মুর্শিদাবাদ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতির পরিমাণ ১০০%। কার্যত চলতি মরশুমে ওই জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হয়নি। পূর্ব মেদিনীপুরে ঘাটতি ৯৪%, দক্ষিণ ২৪ পরগনায় ৯২%, হুগলিতে ৭০%, বীরভূমে ৮০%, দক্ষিণ দিনাজপুরে ৮৪%, কলকাতায় ৯৯%। রাজ্যের সবকটি জেলার মধ্যে অধিক বর্ষণ হয়েছে একমাত্র নদিয়াতেই। জোরালো শক্তিশালী নিম্নচাপ দানা না বাঁধলে এ পরিস্থিতি থেকে রেহাই মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement