সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। বুধবার রাত থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি। হতে পারে শিলাবৃষ্টি। বৃহস্পতিবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শীতের বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলিও। শুক্রবার এবং শনিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। মেঘলা আকাশের কারণে কিছুটা হলেও বেড়েছে তাপমাত্রার পারদ। তবে বৃষ্টি থামলেই সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা আবারও কমবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।
চলতি বছর রেকর্ড করেছিল গরম। শীতেরও ছন্দপতন যেন লেগেই রয়েছে। কখনও তাপমাত্রা ১১-র গণ্ডি ছুঁয়েছে তো আবার তার পরেরদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। যদিও উল্লেখযোগ্যভাবে কয়েক বছরের শীতলতার নিরিখে রেকর্ড করেছিল ৩১ ডিসেম্বর। গত ২৫ ডিসেম্বর আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষশেষেও যে বৃষ্টির আশঙ্কা ছিল না তা নয়। যদিও অবশেষে বৃষ্টির দেখা মেলেনি। পরিবর্তে শীতের হালকা রোদ গায়ে মেখে বর্ষশেষে চুটিয়ে মজা করেছেন হুজুগেরা। যদিও তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা। কিন্তু নতুন বছরের শুরুতে আবারও বৃষ্টির ভ্রূকূটি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। বৃহস্পতিবার সন্ধের পর থেকে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ অন্যান্য জেলাগুলি। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এছাড়াও শুক্রবার এবং শনিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
শীতবিলাসীদের জন্য দুঃসংবাদ। মেঘলা আকাশ হওয়ার ফলে স্বাভাবিকভাবেই আগামী দু-তিনদিন তাপমাত্রার পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহে শীতপোশাক আলমারিতে তুলে রাখতে হবে তাও নয়। কবে থেকে আবারও কনকনে ঠান্ডা পড়বে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে বা আগামী সপ্তাহের শুরুতে আবারও রাজ্যজুড়ে কমবে তাপমাত্রার পারদ। ফের কনকনে শীতের আমেজ উপভোগ করতে পারবেন শীতবিলাসীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.