সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে কালো মেঘে মুখ ঢেকেছে রাজ্যের আকাশ৷ বিক্ষিপ্ত বৃষ্টিও চলছে মাঝেমধ্যেই৷ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই আমজনতার৷ বৃহস্পতিবার বিকেলের পর থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ৷ মাঝারি থেকে ভারি বৃষ্টিতে ভিজতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা৷
হাওয়া অফিসের পূর্বাভাস, দিঘা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ৷ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তা ঢুকে পড়বে স্থলভাগে৷ এই নিম্নচাপের জেরে ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে ওড়িশায়৷ আগামী কয়েকঘণ্টার মধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলা৷ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়৷ বৃষ্টির আশঙ্কা রয়েছে হাওড়াতেও৷ কলকাতাতেও আগামী দু’দিন মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহবিদরা৷ বৃষ্টির পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও৷ নিম্নচাপের বৃষ্টিতে আগামী দু’দিন রাজ্যবাসী ভোগান্তির শিকার হতে পারেন৷ এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে রোদের দেখা নেই৷ কালো মেঘে ঢেকেছে গোটা আকাশ৷ কখনও ঝিরঝির আবার কখনও বা প্রবল বৃষ্টিতে ভিজেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত৷
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র৷ মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের বিকেলের মধ্যে ফিরে আসার কথা নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মুহূর্তে পর্যটকদের ভিড়ে ঠাসা দিঘা৷ সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে৷ পর্যটকদের সমুদ্রের বেশি দূরে নামতে দেওয়া হচ্ছে না৷ সমুদ্রে মোতায়েন করা হয়েছে কোস্টাল গার্ড৷ দুর্ঘটনা এড়াতে নিয়ম ভাঙলে চলছে ধরপাকড়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.