Advertisement
Advertisement
বৃষ্টি

বৃষ্টি কি বাদ সাধবে পুজো প্রস্তুতিতে? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

MeT predicts heavy rain in next week after Durga Puja
Published by: Sayani Sen
  • Posted:September 20, 2019 10:00 am
  • Updated:September 20, 2019 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় আদৌ বৃষ্টি হবে কি না, তা এখন লাখ টাকার প্রশ্ন। সে বিষয়ে যদিও এখনও পর্যন্ত কোনও উত্তর দিতে পারেননি আবহবিদরা। তবে মহালয়ার সময় থেকে অঝোর বৃষ্টিতে গোটা দক্ষিণবঙ্গ ভিজতে পারে বলেই আশঙ্কার খবর শোনাল হাওয়া অফিস।

[আরও পড়ুন: ১৯ মাস পর ঘরে ফিরল নিখোঁজ ছেলে, সৌজন্যে দূরদর্শন]

আপাতত আগামী তিন দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরবে। কিন্তু তাতেও রেহাই পাবে না পুজোর বাংলা। দখিনা-পুবালি বাতাসের হাত ধরে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। তার হাত ধরেই নতুন করে সক্রিয় হবে বর্ষা। ২৩ সেপ্টেম্বর, সোমবার থেকে বাড়বে বৃষ্টি। তার পরেরদিনও বৃষ্টির সম্ভাবনা প্রবল। ২৫ ও ২৬ সেপ্টেম্বর আরও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তাই পুজোর প্রস্তুতি যে কিছুটা হলেও বৃষ্টির জন্য বাধা পেতে পারে, তা বলাই বাহুল্য। বৃষ্টির পাশাপাশি প্যাচপ্যাচে গরমেও নাকাল হতে হবে উৎসবমুখর বাঙালিকে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। তার ফলে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Advertisement

[আরও পড়ুন: শিশুমৃত্যুর অভিযোগ নিতে অস্বীকার পুলিশের, প্রতিবাদে পথ অবরোধ নিহতের পরিজনের]

পুজোর আগে বৃষ্টির আশঙ্কার পাশাপাশি আমবাঙালির মনের কোণে ঘুরপাক খাচ্ছে একটাই দুশ্চিন্তা। তাঁদের একটাই প্রশ্ন, পুজোর ঘোরাফেরার পরিকল্পনাও কি ভেস্তে দিতে বৃষ্টি? আবহাওয়া দপ্তর অবশ্য এ বিষয়ে কোনও সুস্পষ্ট উত্তর এখনও দেয়নি। তবে আবহবিদদের দাবি, বর্ষা বিদায়ের একদম গায়ে গায়েই এবছর পুজোর নির্ঘণ্ট। দুর্গাপুজো শুরু হচ্ছে ৪ অক্টোবর। দশমী ৮ অক্টোবর। এই সময়ে ঝেঁপে বৃষ্টি যে হবে না, তা বুক ঠুকে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। কারণ আনুষ্ঠানিকভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় ১০ অক্টোবর। অর্থাৎ, পুজো এবার খাতায় কলমে বর্ষার মধ্যেই। উপরন্তু ইদানীং নিম্নচাপের দৌলতে বিদায়লগ্নেও আচমকা বর্ষা মারমুখী হয়ে উঠতেই পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement