সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও দেখা নেই শীতের। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ। তাই স্বাভাবিকভাবেই আসি আসি করেও দেখা মিলেছে জাঁকিয়ে ঠান্ডার। হতাশ শীতপ্রেমীরা। আগামী রবিবারের আগে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুরু থেকে টালবাহানা চলছে শীতের। আসি আসি করলেও, সেভাবে জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। হিমেল হাওয়া, দুপুরের মিঠে রোদ কার্যত উধাও। পরিবর্তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও দেখা নেই শীতের। হাওয়া অফিস সূত্রে খবর, দিন যত যাচ্ছে ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও কেন দেখা নেই শীতের? আবহাওয়াবিদদের মতে, আপাতত কাশ্মীরের অবস্থান করছে পশ্চিমি ঝঞ্ঝা। তার জেরে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অথবা তুষারপাত হতে পারে। তাই আপাতত বাংলায় ঢুকতে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া। আর ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ।
ডিসেম্বর মানেই মিঠে রোদে গা সেঁকতে সেঁকতে ইতিউতি ঘুরে বেড়ানো। কিন্তু ঠিকঠাকভাবে শীত না পড়ার ফলে এখনও আলমারি থেকে অর্ধেক শীতপোশাক বের করাই হয়নি। এই পরিস্থিতিতে শীতবিলাসীদের মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কবে পড়বে জাঁকিয়ে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের দাবি যদিও সপ্তাহান্তে কেটে যাবে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। তার ফলে স্বাভাবিকভাবেই রবিবারের পর থেকে কমবে তাপমাত্রার পারদ। সব ঠিকঠাক থাকলে মাঝ ডিসেম্বরেই জাঁকিয়ে পড়বে শীত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.