Advertisement
Advertisement

ভরা বসন্তেও রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ঝড়

এ কী কাণ্ড!

Met office predicts thunderstorm in the state in Springs

ফাইল ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 4, 2018 11:16 am
  • Updated:September 14, 2019 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বসন্তেও বৃষ্টির ভ্রুকুটি! পশ্চিমী ঝঞ্ঝার কারণে সোমবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে কলকাতা-গোটা রাজ্যেই। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ রাজ্য থেকে মণিপুর পর্যন্ত বিস্তার লাভ করেছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা। তার জেরেই এই অকাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা। এদিকে, রবিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় ঘন কুয়াশার দাপটে ব্যাহত ট্রেন চলাচল। দৃশ্যমানতা কম থাকায় ধীরগতিতে চলছে লোকাল ট্রেন।

[লালগড়ে এবার ঢুকল হাতি, বাঘের আতঙ্ক ছড়াল শালবনিতেও]

Advertisement

ঋতুচক্র অনুয়ায়ী, এখন বঙ্গে বসন্তকাল। সদ্য বসন্তোৎসব পেরিয়েছে। কিন্তু, প্রকৃতির খামখেয়ালিপনায় বসন্তের মেজাজ উধাও। ফ্রেরুযারির মাঝমাঝি থেকে গরমে কার্যত নাজেহাল রাজ্যবাসী। দোলের দিন ঘাম ঝরেছে। একটু হাঁটাহাটি করলেই এখন রীতিমতো গলদঘর্ম অবস্থা হচ্ছে শহরবাসীর। সর্বক্ষণই পাখা চালাতে হচ্ছে। আবহবিদদের আশঙ্কা, শীতের মতো এবার রেকর্ড গরমও পড়বে। এই পরিস্থিতি ফের হাজির বর্ষা! শুনতে অবাক লাগলেও, তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হলে, সোমবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যেই বৃষ্টি নামবে। শুধু বর্ষণ নয়, রীতিমতো ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, খাতায়-কলমে তো অক্টোবরেই রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। জানুয়ারিতে তো বেজায় ঠাণ্ডাও পড়েছিল। তাহলে ফের কেন ঝড়-বৃষ্টির পূর্বাভাস? আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভরা বসন্তে সক্রিয় হয়ে উঠেছে পশ্চিমী পশ্চিমী ঝঞ্ঝা। এ রাজ্য থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত তার অক্ষরেখা। তার জেরে এ রাজ্যে ঝড়-বৃষ্টি হতে পারে।

[ভেনিসের ধাঁচে এবার কলকাতায় ওয়াটার ট্যাক্সি, আরামদায়ক জলসফরের ব্যবস্থা

এদিকে রবিবার সকালে থেকে আবার ঘন কুয়াশা ঢেকেছে রাজ্যের নানা প্রান্তে। পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া। কুয়াশায় দৃশ্যমানতা এতটাই কমে যায়, যে ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। সকাল থেকে ধীর গতিতে চলছে লোকাল ট্রেনও। রেল সূত্রে খবর, কোনওমতে পাঁশকুড়া স্টেশন থেকে লোকাল ট্রেনগুলিতে পাস করানো হচ্ছে। বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। তবে বেলা বাড়লে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

[বড়বাজারে রমরমিয়ে ‘ডাব্বা ট্রেডিং’, রাজ্য জুড়ে তদন্তে দুর্নীতি দমন শাখা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement