Advertisement
Advertisement

Breaking News

Rain

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, আগামী দু’দিনও বৃষ্টিতে ভিজবে বাংলার এই জেলাগুলি

সপ্তাহান্তে বদলাবে পরিস্থিতি।

Met department predicts rain in next 2 days in all over bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 6, 2023 11:21 am
  • Updated:September 6, 2023 1:11 pm  

নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে বঙ্গে। আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। সপ্তাহান্তে ফের বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে এসেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। কিছুটা পশ্চিম দিকে সরে এটি দক্ষিণ ওড়িশা ও ছত্রিশগড়ের উপর দিয়ে যাবে আগামী ২৪ ঘণ্টায়। যার ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকা ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Advertisement

Weather department predicts heavy rain in West Bengal

[আরও পড়ুন: পুলিশি ঘেরাটোপ সত্ত্বেও ধাবায় অনুব্রতর সঙ্গে দেখা, সেই কৃপাময়কে ফের তলব সিবিআইয়ের]

বৃহস্পতিবার থেকে  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার ও আলিপুরদুয়ারের তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

[আরও পড়ুন: উপনির্বাচনে ধূপগুড়িতে উৎসবের মেজাজ, বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ ভোট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement