নিরুফা খাতুন: ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে নিম্নচাপ। তার জেরেই উত্তরবঙ্গে দুর্যোগ। গভীর রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াও। সকাল থেকেই মেঘলা আকাশ। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস জানিয়েছেন, ঘূর্ণাবর্ত বর্তমানে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, পাটিয়ালা, মিরাট, লখনউ, গয়া হয়ে উত্তরবঙ্গের বালুরঘাট জেলার উপর দিয়ে পূর্ব দিক হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা ক্রমশ উত্তরের দিকে সরবে। যার জেরে বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শুক্রবার ও শনিবার হলুদ সতর্কতা। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও থাকছে। শষ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। শনিবারের পর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। ইতিমধ্যেই মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিনবঙ্গেও। তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। প্রসঙ্গত, অতিবৃষ্টি বা প্রবল বৃষ্টির সতর্কতা সিকিম, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, অসম, মেঘালয়ে। ভারী বৃষ্টির সতর্কতা হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, অরুনাচল, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.