ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। শুক্রবার থেকেই আংশিক মেঘলা থাকবে আকাশ। এমনটাই জানাল আবহাওয়া দপ্তর।
গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। তবে দু-একশা পশলা বৃষ্টির পরই ভ্যাপসা গরম। অর্থাৎ সেই রাস্তায় বেরতে না বেরতেই হাঁসফাঁস দশা হচ্ছে আমজনতার। প্রত্যেকেই স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। এরই মাঝে নিম্নচাপের খবর দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে রবিবার দিনভর রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই মেঘলা থাকবে আকাশ, এমনটাই খবর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। মূলত চার জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টি। তবে রবিবার মূলত উপকূলের জেলাগুলিতে প্রভাব পড়বে নিম্নচাপের। ফলে সেখানকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
যেহেতু নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে রবিবার বাড়ি থেকে বেরনোর সময় অবশ্যই সঙ্গে রাখবেন ছাতা। নাহলে রাস্তায় বেরিয়ে বিপদে পড়তেই পারেন। শ্রাবণের প্রায় শেষ পর্যন্ত বর্ষা সেভাবে হাঁকিয়ে ব্যাটিং করতে পারেনি। বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। নিম্নচাপের হাত ধরে বৃষ্টির ঘাটতি দূর হতে পারে বলেই আশা। আদৌ বৃষ্টির খামতি দূর হয় কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.