Advertisement
Advertisement

Breaking News

৯ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা

নয়া রেকর্ড গড়তে পারে সতেরোর শীত!

mercury may dive below 9 degree celsius in kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 9:16 pm
  • Updated:January 6, 2017 9:17 pm

স্টাফ রিপোর্টার: নয়া রেকর্ড গড়তে পারে সতেরোর শীত!

পারদ নামতে পারে নয়ের নিচে৷ আগামী সপ্তাহেই৷ তেমনই পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা৷ শুক্রবার বেসরকারি একটি আবহাওয়া-ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামবে নয় ডিগ্রি সেলসিয়াসের নিচে৷ আলিপুর আবহাওয়া দফতর অবশ্য এত আগে পূর্বাভাস দিতে রাজি নয়৷ তবে, সরকারি ওয়েবসাইট বলছে, সব ঠিকঠাক চললে ওই সময় পারদ নামবে বারোর নিচে৷

Advertisement

শুক্রবার প্রত্যাশামতোই কলকাতার পারদ নেমেছিল চোদ্দোর ঘরে৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস৷ কলকাতার পাশ্ববর্তী দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি৷ বসিরহাটে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ ফলে, শহর ও শহরতলিতে ভালই ঠান্ডা অনুভূত হয়েছে৷ হাইওয়ের পাশে আগুন পোহাতে দেখা গিয়েছে ট্রাকচালকদের৷ বাস-ট্যাক্সির জানালা ছিল বন্ধ৷ হালকা ঠান্ডার পোশাক পরে বেরনো লোকজন কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছেন৷ স্নানের জলে বেশি করে মেশাতে হয়েছে গরম জল৷

গত কয়েকদিন ষোলো-সতেরোর ঘরে ঘোরাফেরা করছিল পারদ৷ এদিন কার্যত দু’ ডিগ্রি নেমে আসে কলকাতার পারদ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার জেরে কাশ্মীরে প্রবল তুষারপাত হয়েছে৷ তার জেরেই কনকনে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে৷ তার উপর দক্ষিণ আন্দামানে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হচ্ছে৷ ওর টানে গতি বেড়েছে উত্তুরে হাওয়ার৷ তাই এই পারদ পতন৷

তবে, ঠান্ডার এই স্পেল বড়জোর ৪৮ ঘণ্টা চলবে৷ তারপরই আবার উত্তুরে হাওয়ার পথ আটকে কাশ্মীরে ছোবল মারবে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা৷ বাড়বে সাময়িক অস্বস্তি৷ কিন্তু তারপরই শুরু হবে ঠান্ডার লম্বা স্পেল৷ এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা৷ সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক চললে কলকাতার পারদ নামবে দশের নিচে৷ অ্যাকুওয়েদারের পূর্বাভাস মিললে আগামী বৃহস্পতিবার কলকাতার পারদ থাকবে আটের ঘরে! আলিপুর আবহাওয়া দফতর এতটা আশাবাদী নয়৷ তবে, ঠান্ডা বুধবার থেকে বাড়বে তা মেনে নিয়েছেন কতর্ব্যরত অফিসার৷

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে অবশ্য ঠান্ডার কামড় শুরু হয়ে গিয়েছে৷ পানাগড়, শ্রীনিকেতন, কাঁথির পারদ নয়ের ঘরে নেমেছিল এদিন৷ বাস্তবিকই এদিন উত্তরের সমতলকে টেক্কা দিয়েছে দক্ষিণ৷ মালদহ তেরো, কোচবিহার এগারো ও জলপাইগুড়ি দশের ঘরে ছিল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement