নিরুফা খাতুন: নতুন বছরে কলকাতায় (Kolkata) জাঁকিয়ে শীত। মঙ্গলবার থেকেই কনকনে ঠান্ডা কলকাতায়। বুধবারও সেই আমেজ বজায় রয়েছে। হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে আরও নামবে পারদ। সবমিলিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে হাড় কাঁপানো ঠান্ডার সাক্ষী হতে চলেছে তিলোত্তমা।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে,দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা (Weather Update) কমতে শুরু করবে। রবিবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ ছুঁতে পারে ১২ ডিগ্রি। সপ্তাহের শেষে বিহার, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টা একইরকম পরিস্থিতি। শুক্রবারের পর থেকে পারদ নামার ইঙ্গিত মিলেছে। রবিবারের মধ্যে সেখানেও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।
বুধবার সকাল থেকেই ঘন কুয়াশা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মাঝারি কুয়াশা বীরভূম, মুর্শিদাবাদ ও সংলগ্ন নদিয়াতে। রাজ্যের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশকিছু জেলাতে দিনের বেলাতেও কুয়াশা থাকবে। কলকাতাতেও সকাল থেকে হালকা কুয়াশা। পরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৮ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭-৯১ শতাংশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই মহানগরীতে।
আগামী পাঁচদিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ ও বিহারে। আগামী ২৪ ঘণ্টা কুয়াশা থাকবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও। চার থেকে ছয় জানুয়ারি রাজধানী দিল্লি-সহ পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়ে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। গুজরাট, রাজস্থান ও উত্তরপ্রদেশেও শৈত্য প্রবাহের পরিস্থিতির আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে নতুন বছরের শুরু থেকে দেশজুড়ে দাপুটে ব্যাটিং শুরু করল শীত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.