Advertisement
Advertisement

Breaking News

Winter

শীতের আমেজ বঙ্গে, কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমল ৩ ডিগ্রি, দশের নিচে পুরুলিয়া!

মঙ্গলবার কোন জেলায় তাপমাত্রার পারদ পতন কতটা হল, দেখে নিন।

Mercury drops as winter set sin West Bengal, Kolkata records 17.4 degree temperature Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:November 15, 2022 10:28 am
  • Updated:November 15, 2022 10:34 am  

সংবাদ প্রতিদিন ব্যুরো: হেমন্তেই শীতের (Winter) আগমন বঙ্গে। মাঝ নভেম্বরে রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রার পারদ নেমে গেল ১০ ডিগ্রির নিচে! শহর কলকাতাতেই (Kolkata) মঙ্গলবার সর্বনিম্ন উষ্ণতা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। আর তাতেই সকাল থেকে বেশ শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। একই পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতেও। রাঢ়বঙ্গে একধাক্কায় পারদ পতন দশের নিচে। ঠান্ডায় কুঁকড়ে গিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ উষ্ণতা ২৯.৪, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পুরুলিয়ায় (Purulia) উষ্ণতা ৯.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই মরশুমের শীতলতম দিন। বাঁকুড়ায় (Bankura) মঙ্গলবার তাপমাত্রা পারদ নেমেছে ১৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেডে। যা সোমবার ছিল ১৪.৫ ডিগ্রি। তাৎপর্যপূর্ণভাবে শীতের প্রথম ধাক্কায় উত্তরবঙ্গের কালিম্পংকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ের উষ্ণতা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমছে তাপমাত্রা। 

Advertisement

[আরও পড়ুন: নেতাজির জন্মদিনে ‘জাতীয় ছুটি’র আবেদন, কেন্দ্রের কোর্টে বল ঠেলে মামলা খারিজ সুপ্রিম কোর্টে]

বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৩২ শতাংশ। পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি। অর্থাৎ একেবারে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ার মধ্যে হাওয়ায় শীতের কাঁপুনি।  নিম্নচাপের বাধা না এলে একেই শীতের ইনিংস  শুরু হল বলে ধরে নেওয়া যেতেই পারে।  

[আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে প্রস্তাব পেশ ইউক্রেনের, ভোটদানে বিরত ভারত-পাকিস্তান]

আলিপুর হাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা কেটে যাওয়ায় শীতের আগমন। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আর তাতেই এহেন পারদ পতন। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহলের জেলাগুলির পাশাপাশি দুই বর্ধমানেও শীতের আমেজ টের পাবে, পূর্বাভাসে তা বলাই ছিল। আর তা সত্যি করেই পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা এতটা নেমে গেল। আগামী চার থেকে পাঁচ দিন এমনই আবহাওয়া থাকবে গোটা বঙ্গে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement