সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কদিনের জন্য গরম থেকে স্বস্তি পেতে চলেছেন শহরবাসী৷ আগামী দু-তিন দিন আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ এমনকী রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে৷
গত রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার একাধিক জায়গায় বৃষ্টি হয়৷ ফলে তাপমাত্রা ঝুপ করে অনেকটাই নেমে যায়৷ গত দু-একদিন রোদ চড়লেও ভ্যাপসা গরম অনুভূত হয়নি৷ বুধবার সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে কলকাতায়৷ আগামী দু-তিন দিনও পরিস্থিতি খুব একটা বদলাবে না৷ হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে উচ্চচাপ বলয় রয়েছে যা সামুদ্রিক জলীয় বাষ্পকে উপকূলের দিকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে৷ ফলে আকাশ মেঘলা থাকবে৷ দক্ষিণ বঙ্গে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে৷ কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে৷ ফলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকতে পারে৷ সব মিলিয়ে দোলের আগে আবহাওয়া বেশ সুখকর থাকবে বলেই মনে করা হচ্ছে৷ তবে শনিবারের পর ফের থাবা বসাবে গরম৷ এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.