রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের চূড়ান্ত অমানবিকতার নিদর্শন রাখল সরকারি হাসপাতাল। এবার মানসিক ভারসাম্যহীন এক রোগীকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অমানবিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব সব মহল। এরপরই প্রশাসনের নির্দেশে ওই ব্যক্তিকে ভরতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
এদিনের ঘটনা প্রসঙ্গে জেলার ডেপুটি সিএমওএইচ সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, “কোনও নার্স বা চিকিৎসক নন, নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে বের করে দিয়েছিলেন বলে শুনেছি। নিরাপত্তারক্ষীর পক্ষে কোনওভাবেই বোঝা সম্ভব ছিল না যে উনি কী ধরণের রোগী। তবে হাসপাতালে যেই আসুন, তাঁকে এভাবে হাসপাতাল থেকে বের করে দেওয়া নিয়মবিরুদ্ধ। আমি গোটা ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।” বীরপাড়া হাসপাতালের এই ছবি প্রকাশ্যে আসতে ফের সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.