Advertisement
Advertisement
মানসিক ভারসাম্যহীন

গলাধাক্কা খেয়ে হাসপাতালের বাইরে মানসিক ভারসাম্যহীন রোগী, পরে শুরু চিকিৎসা

ভিডিও ভাইরাল হতেই ড্যামেজ কন্ট্রোলে হাসপাতাল কর্তৃপক্ষ৷

Mentally unstable man thrashed by Birpara hospital guard
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 8, 2019 3:10 pm
  • Updated:July 8, 2019 3:10 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের চূড়ান্ত অমানবিকতার নিদর্শন রাখল সরকারি হাসপাতাল। এবার মানসিক ভারসাম্যহীন এক রোগীকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অমানবিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব সব মহল। এরপরই প্রশাসনের নির্দেশে  ওই ব্যক্তিকে ভরতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

[আরও পড়ুন: লুকিয়ে পার্কে গিয়ে প্রেমিকের সঙ্গে দেখা, বাবার মারে আত্মঘাতী কিশোরী]

রবিবার বিকেলে সোশ্যাল সাইটে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, হাসপাতালের বারান্দায় অপরিচ্ছন্ন, ছিন্নভিন্ন পোশাকের এক ব্যক্তিকে  জোর করে বের করে দিচ্ছেন হাসপাতালের এক নিরাপত্তারক্ষী। জানা যায়, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন৷ তিনি কোনওভাবে হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছিলেন। বিষয়টি নজরে পড়তে তাঁর চিকিৎসার পরিবর্তে তাঁকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। জোর করে তাঁকে বের করেও দেওয়া হয়। এরপর রবিবার গোটা রাত প্রবল বৃষ্টিতে হাসপাতালের বাইরেই বসেছিলেন তিনি।
ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশাসনের আধিকারিকদের বিষয়টি জানান স্থানীয়রা। এরপর এক প্রকার বাধ্য হয়েই ওই ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ ভরতি নেন। শুরু হয় চিকিৎসা। সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন হওয়ায় এখনও ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর পরিবারের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।  

এদিনের ঘটনা প্রসঙ্গে জেলার ডেপুটি সিএমওএইচ সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, “কোনও নার্স বা চিকিৎসক নন, নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে বের করে দিয়েছিলেন বলে শুনেছি। নিরাপত্তারক্ষীর পক্ষে কোনওভাবেই বোঝা সম্ভব ছিল না যে উনি কী ধরণের রোগী। তবে হাসপাতালে যেই আসুন, তাঁকে এভাবে হাসপাতাল থেকে বের করে দেওয়া নিয়মবিরুদ্ধ। আমি গোটা ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।” বীরপাড়া হাসপাতালের এই ছবি প্রকাশ্যে আসতে ফের সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি সমর্থক হওয়ার ‘শাস্তি’? পুকুরে বিষ মেশানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement