Advertisement
Advertisement
মানসিক ভারসাম্যহীন

পুলিশ-স্থানীয়দের কামড়, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে আতঙ্ক বালিতে

ওই ব্যক্তির প্রকৃত পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Mentally unstable man thrashed at Bali, rescued by police
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 27, 2019 4:51 pm
  • Updated:July 27, 2019 5:30 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির তাণ্ডবে শনিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার বালি। অভিযোগ, এলাকার প্রকাশ্য রাস্তায় একাধিক ব্যক্তিকে আক্রমণ করেন তিনি।পালটা  স্থানীয়দের হাতেও গণপিটুনির শিকার হন ওই ব্যক্তি। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। বর্তমানে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি৷ 

[আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার যুবক]

জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই ছিন্নভিন্ন পোশাকে বালির এক ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। অভিযোগ, তাঁর কাছে যেতেই স্থানীয়দের আক্রমণ করেন তিনি। কামড়ে দেন অনেককেই। এরপরই স্থানীয়রা তাঁকে ধরে বেধড়ক মারধর করে ওই ব্যক্তিকে।

Advertisement

এলাকার বাসিন্দারাই খবর দেন বালি থানায়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে ধরতে গিয়ে কার্যত নাকানিচোবানি খেতে হয় বালি থানার পুলিশ আধিকারিকদের। একাধিক পুলিশ কর্মীকেও কামড়ে দেন ওই ব্যক্তি। গাড়িতে তোলা হলে লাঠি হাতে পুলিশকেই আক্রমণ করে বসেন তিনি। এরপর কোনওক্রমে পুলিশের তৎপরতায় তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতাল কর্মীদেরও আক্রমণ করেন ওই ব্যক্তি। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন রোগী৷
পুলিশ সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজেকে ললিত বলে পরিচয় দিয়েছেন৷ তবে তা আদৌ কতটা বিশ্বাসযোগ্য, সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এর আগেও ওই ব্যক্তিকে ওই এলাকায় দেখা গিয়েছে। তবে কখনও তাঁর এহেন রূপ দেখেননি কেউ। তাহলে হঠাৎ করে কেন তাঁর এই অসংলগ্ন আচরণ? অনেকেই বলছেন, সম্প্রতিই তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন৷ আর তারপর থেকে ঘরে আর থাকতে চাইছেন না৷ শনিবার অবশ্য বেশি উত্তেজিত হয়েই তিনি সকলকে মারধর করে বসেন৷ যদিও পুলিশের উদ্যোগে হাসপাতালে ভরতি হওয়ায় আপাতত স্বস্তিতে এলাকাবাসী৷

[আরও পড়ুন: ‘বোতল ধরিয়ে দিলেই বুদ্ধিজীবীরা তৃণমূলের’, বিতর্কিত মন্তব্য সায়ন্তনের]

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement