Advertisement
Advertisement

ভরা বাজারে রক্তের হোলি, গলা কেটে খুন দু’জনকে

‘যে আমার সামনে আসবে তাকেই খুন করব’, বলে হুঙ্কার ছাড়ে ওই ব্যক্তি৷

mentally unstable man hacks two to death in Siliguri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 17, 2017 5:43 pm
  • Updated:January 17, 2017 5:48 pm  

ব্রতীন দাস, শিলিগুড়ি: ভরা বাজারে হানা দিয়ে রক্তের হোলিতে মাতল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি৷ আচমকা মাংসের দোকান থেকে চপার তুলে নিয়ে মুরগি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করে সে৷ এখানেই শেষ নয়. পাশের রাস্তা দিয়ে গ্রাম পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে যাচ্ছিলেন এক মহিলা৷ আচমকা তাঁর দিকেও ধেয়ে এসে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ওই ব্যক্তি৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের৷ মঙ্গলবার দুপুরের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির হাতিঘিসা বাজারে৷

16144576_10210951119909571_772771937_n

Advertisement

মাংস বিক্রেতা মুন্সি বাস্কে (৫০) এবং চম্পা সারকিকে (৪৫) কুপিয়ে খুন করার পর রক্তমাখা চপার হাতেই দাপিয়ে বেড়াতে শুরু করে খুনি৷ আতঙ্কে মুহূর্তে বাজার খালি হয়ে যায়৷ দোকানের ঝাঁপ বন্ধ করে পালাতে শুরু করেন ব্যবসায়ীরা৷ উন্মত্ত ওই ব্যক্তি রাস্তার উপর দাঁড়িয়ে চপার ঘুরিয়ে চিৎকার করতে থাকে৷ ‘যে আমার সামনে আসবে তাকেই খুন করব’, বলে হুঙ্কার ছাড়ে ওই ব্যক্তি৷ লোকজন ভয়ে গুটিয়ে যায়৷ বন্ধ হয়ে যায় এলাকার যান চলাচল৷ কিছুক্ষণ পর স্থানীয়রা এসে তাকে ধরার চেষ্টা করে৷ কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি৷ উল্টে ওই ব্যক্তি পাল্টা তাড়া করতেই রণে ভঙ্গ দেন বাসিন্দারা৷ এভাবে প্রায় মিনিট পনেরো চলার পর ওই ব্যক্তি চপার ফেলে নকশালবাড়ির দিকে দৌড়তে শুরু করলে লোকজন তার পিছু নেয়৷ ইতিমধ্যে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়৷ ওই ব্যক্তিকে আটক করে নকশালবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়৷

16128679_10210951340875095_1111135131_n

স্বস্তি ফেরে বাসিন্দাদের মধ্যে৷ যদিও ঘটনার আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠতে পারছেন না হাতিঘিসা বাজারের ব্যবসায়ীরা৷ ওই ব্যক্তিকে তাঁরা কোনও দিন দেখেননি বলে দাবি করেছেন৷ এদিকে পুলিশের দাবি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন৷ তাকে কেউ উত্যক্ত করেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷

(বাংলার দাঁতালদের শায়েস্তা করতে ১৫ কন্নড় কুনকি)

(শ্রীনু খুনে হাত রয়েছে দিলীপ ঘোষের, বিস্ফোরক অভিযোগ স্ত্রী পূজার)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement