Advertisement
Advertisement
Durgapur

রাজ্যে ফের গণপিটুনি! এবার দুর্গাপুরে ছেলেধরা সন্দেহে প্রহৃত মানসিক ভারসাম্যহীন যুবক

পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশও।

Mentally retired man allegedly thrashed by locals in Durgapur

দুর্গাপুরে ছেলেধরা সন্দেহে প্রহৃত মানসিক ভারসাম্যহীন যুবক। ছবি: উদয়ন গুহরায়।

Published by: Paramita Paul
  • Posted:July 30, 2024 6:37 pm
  • Updated:July 30, 2024 7:04 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাজ্যে ফের গণপিটুনি! এবার গণপিটুনির শিকার এক মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনাস্থল এবার দুর্গাপুর-ফরিদপুর থানার নবঘনপুর গ্রাম এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। ইতিমধ্যে এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে এলাকায় ছেলেধরা সন্দেহ বেশ কয়েকজনকে ঘুরছিল। মঙ্গলবার দুপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবককে এলাকায় ঘুরতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা। কথায় অসঙ্গতি থাকায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সামনেও চলতে থাকে গণপিটুনি।

Advertisement

[আরও পড়ুন: নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাড়ছে মেট্রো পরিষেবা, যাত্রীদের জন্য সুখবর]

আটকাতে গেলে পুলিশও আক্রান্ত হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশঙ্কাজনক অবস্থায় ওই মানসিক ভারসাম্যহীনকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা জানান, “আক্রান্ত মানসিক ভারসাম্যহীন। তাঁকে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুই জনকে আটক করা হয়েছে।”

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement