শান্তনু কর, জলপাইগুড়ি: বছরখানেক আগে গৃহকর্তার দেহ আগলে বসেছিলেন স্ত্রী ও মেয়ে। একই পরিবারে ফের এক ঘটনার পুনরাবৃত্তি। এবার মায়ের মৃতদেহ আগলে রাখল মানসিক ভারসাম্যহীন মেয়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের কলেজপাড়ায়।
গত বছর ১৯ আগস্ট জলপাইগুড়ির কলেজ পাড়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অবসরপ্রাপ্ত কর্মী অজিত কর্মকারের মৃতদেহ। স্ত্রী এবং মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে থাকতেন অজিত বাবু। আত্মীয় এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে সেই অর্থে যোগাযোগ ছিল না। আনুমানিক সাতদিন পর গন্ধে সন্দেহ হওয়ায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এক বছরের মাথায় ফের একই ঘটনার পুনরাবৃত্তি। দুর্গন্ধ মেলায় রবিবার সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুমের ভিতর থেকে উদ্ধার করে অঞ্জলি কর্মকারের পচাগলা দেহ। বাড়িতেই ছিলেন মানসিক ভারসাম্যহীন মেয়ে অনিন্দিতা।
মনে করা হচ্ছে, পাঁচদিন আগেই মৃত্যু হয়েছে অঞ্জলিদেবীর। মায়ের মৃত্যু সংবাদ কাউকে জানতে দেয়নি মেয়ে। রবিবার প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। সূত্রের খবর, মায়ের মৃত্যুতে কোনওরকমের প্রতিক্রিয়াই লক্ষ্য করা যায়নি মেয়ে অনিন্দিতার মধ্যে। শেষকৃত্য হয়ে যাওয়ার পর অনিন্দিতাকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে মানসিক হাসপাতালে পাঠায় আত্মীয় এবং প্রতিবেশীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.