সৌরভ মাজি, বর্ধমান: কলা চোর সিপিএম! সোশ্যাল মিডিয়ার (social media) ট্রেন্ড হয়ে উঠেছে এই হ্যাশট্যাগ। আর তা নিয়ে মিম-এর (Meme) বন্যা! সিপিএমের প্রতীক থেকে কোথাও কাস্তে সরিয়ে কলার ছবি দিয়ে মিম বানানো হয়েছে। আবার কোথাও হাতুড়ির জায়গায় বসানো হয়েছে কলা। সঙ্গে চলছে টুকটাক রসিকতাও।
কয়লা, গরু, চাকরি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। তাতে নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতার। আর সেই নিয়ে আন্দোলন করতে গিয়েই ধরা পড়ে গেল সিপিএমের কলা চুরির ঘটনা। বুধবার বর্ধমানের কার্জন গেট চত্বরে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন করতে এসে এক গরিব ফল বিক্রেতার দোকান কার্যত লুটের অভিযোগে কাঠগড়ায় সিপিএম (CPM) কর্মী-সমর্থকরা। সেই চুরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতে বেশি সময় নেয়নি। তৃণমূলের (TMC) সোশ্যাল মিডিয়া সেল বৃহস্পতিবার সকাল থেকেই সেই ভিডিও ট্রেন্ডিং করে তোলে ‘কলা চোর সিপিএম’ হ্যাশট্যাগ দিয়ে। অনেক নেটিজেনই তাতে যোগ দেন।
ইতিমধ্যে বিভিন্ন মিমও ছড়িয়েছে একই হ্যাশট্যাগে। কেউ লিখেছেন, ‘এ রাতের হবে না ভোর/ সিপিএম কলা চোর।’ কেউ পোস্ট করেছেন, ‘লেনিন বোঝাতে গিয়ে কখন কলা চুরি করে নেবে ধরতেও পারবেন না। কমরেড = কলা চোর’। কেউ রসিকতা করে আরও লিখেছেন, ‘সিপিআইএম শেষে কলা চোর হায় হায়! কলা চুরি করে ওরা প্রমাণ দিল, ওরা এখনও আছে!’ কোনও মিমে লেখা, ‘চারিদিকে উঠছে শোর/সিপিএম কলা চোর।’
সিপিএমের আইন অমান্য আন্দোলন ঘিরে বুধবার পুলিশকে মারধর, ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর-সহ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনায় ৪৬ জন সিপিএম নেতা, কর্মীকে গ্রেপ্তারও করেছে। উপরি পাওনা হিসেবে এবার জুটেছে, ‘কলা চোর সিপিএম’ তকমা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। সিপিএম জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, “সিপিএম কলা চুরি করেছে বলছে। আর তৃণমূল তো কয়লা, মাটি, বালি, পুকুর থেকে গরু কোনওটাই চুরি করতে বাকি রাখেনি। আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত একটি দল যাদের লোকেরা পুলিশের সঙ্গে মিশে কাল আমাদের উপরে আক্রমণ চালিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.