Advertisement
Advertisement

Breaking News

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রী, দেখামাত্রই পিটিয়ে মারল স্বামী

গোয়ালতোড়ে চাঞ্চল্য।

Medinipore: Man allegedly killed his wife

ছবিতে ধৃত শম্ভু মুর্মু।

Published by: Shammi Ara Huda
  • Posted:October 2, 2018 1:16 pm
  • Updated:October 2, 2018 1:16 pm  

সম্যক খান, মেদিনীপুর: পর-পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত স্ত্রী। রাগের মাথায় স্ত্রীকে পিটিয়ে মারল স্বামী। মৃত গৃহবধূর নাম রানি মুর্মু (৩০)। এই ঘটনায় অভিযুক্ত স্বামী শম্ভু মুর্মুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গোয়ালতোড়ে।

জানা গিয়েছে, শনিবার রাতে শম্ভু কাজ থেকে বাড়ি ফিরে দেখে স্ত্রী রানি পাশের পাড়ার এক যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত। এই দৃশ্য দেখেই খেপে আগুন হয়ে যায় সে। হাঁকডাক শুরু করতেই প্রেয়সীকে ফেলে চম্পট দেয় প্রেমিক। ক্ষিপ্ত শম্ভু লাঠি নিয়ে স্ত্রীর উপরে চড়াও হয়। চলে বেধড়ক মারধর। মারের চোটে রানির হাত,পা, মুখ -সহ সারা শরীরে আঘাত লাগে। বাঁচার তাগিদে রাতেই রানি ঘর ছেড়ে পালানোর চেষ্টাও করে। কিন্তু শম্ভু স্ত্রীকে বাড়ির বাইরে বেরোতে দেয়নি। জোর করে তাকে ঘরের
মধ্যেই আটকে রাখে। গুরুতর আহত রানি রবিবার দিনভর কোনওরকম চিকিৎসা সহায়তা পায়নি। রবিবার ওভাবেই স্ত্রীকে ফেলে কাজে চলে যায় শম্ভু। বেলা গড়াতে রানির সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে শম্ভু দেখে রানির মৃত্যু হয়েছে। খবর পেয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। শম্ভুকে গ্রেপ্তার করা হয়। সোমবার শম্ভুকে গড়বেতা আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি প্রতিবেশীরা।

Advertisement

[পরকীয়াতে বাধা, প্রেমিকের সাহায্যে বাড়িওয়ালাকে খুন ভাড়াটে মহিলার]

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, ১১ বছর আগে শম্ভু ও রানির বিয়ে হয়েছিল। তাদের দুটি ছেলে মেয়ে রয়েছে। পড়শি গ্রামের এক যুবকের সঙ্গে বেশ কয়েকমাস ধরে মেলামেশা করছিল রানি। সাম্প্রতিককালে তাদের একসঙ্গে দেখাও গিয়েছে। কিন্তু তা যে এরকম মারাত্মক পরিণতির দিকে নিয়ে যাবে আন্দাজই করতে পারেননি গ্রামের মানুষ। এই ঘটনার পরে তাদের দুই সন্তানের দেখভাল কীভাবে হবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রতিবেশীরা। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এদিকে ঘটনার পর থেকে উধাও হয়েছে মৃতের প্রেমিক প্রবর।

[ক্যানসার জয়ের সাহস দেখিয়ে বিশ্বমঞ্চে পুরস্কৃত বাংলার মেয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement