সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১১ লক্ষ টাকা। সিউড়িতে হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিলে পুলিশের লাঠিচার্জের বিরোধিতা করতে গিয়ে এমনই ফতোয়া দিয়েছিলেন এক বিজেপি যুব নেতা। আর তা নিয়েই ঝড় উঠল সংসদের দুই কক্ষে।
[ হনুমান জয়ন্তী বিতর্কে বিজেপি নেতাকে ‘গালিগালাজ’ ইমাম বরকতির ]
তৃণমূল সাংসদরা তো বটেই, এ প্রসঙ্গে সরব হন সপা নেত্রী তথা অভিনেত্রী জয়া বচ্চনও। কড়া ভাষায় তিনি এর নিন্দা করেছেন। জানিয়েছেন, মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণের মোকাবিলা কঠোর হাতে করা উচিত। কেন্দ্রের শাসকদলকে একহাত নিয়ে তিনি বলেন, একদিকে গরু বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে অন্যদিকে মহিলাদের উপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। কেউ এরকম কথা বলার সাহস পায় কী করে, প্রশ্ন ক্রুদ্ধ জয়ার।
Must take steps for protection of women aggressively. You are protecting cows but atrocities being commited on women-Jaya Bachchan, SP in RS pic.twitter.com/ES3sx5AHhW
— ANI (@ANI_news) April 12, 2017
একযোগ হয়ে নিন্দায় সরব হন বিএসপি নেত্রী মায়াবতীও। ওই যুবনেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলেন তিনি। এদিকে মহিলাদের উপর অত্যাচারের কথা বলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ও। তাঁর দাবি, তাঁর উপরও অত্যাচার নেমে এসেছিল। অত্যাচারের প্রেক্ষিতে রাজ্যের শাসকদলের দিকেই ঘুরিয়ে অভিযোগের তোলেন রূপা।
[ এই ব্যাঙ্কে জমা নেওয়া হয় রাম নাম, এমনকী উর্দুতেও ]
এদিকে তৃণমূলের তরফে এ ঘটনার কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, “যে এ ধরনের মন্তব্য করেছে সে রাজনীতির কুলাঙ্গার। রাজনীতিতে এসব চলে না। দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতারা তো কুকথা বলার ডিক্সনারি খুলে ফেলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের চেষ্টা তো এখন থেকে করা হচ্ছে না। হচ্ছে সেই নব্বই সাল থেকে। আলিগড়ে বসে এসব বড় বড় কথা বলা যায়। বাংলায় এসে কেউ বলে দেখুক, দেখব। লাখো সমর্থক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর। আর দিল্লির কাছে আমার প্রশ্ন, এরপরও ওই নেতা ঘুরে বেড়াচ্ছে কী করে? কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? এদিন সৌগত রায়ও জানান, এই ধরনের প্ররোচনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত।
Strong action must be taken against ppl who make such provocations: Saugata Roy,TMC on BJP youth wing leader declares bounty on WB CM’s head pic.twitter.com/uoJVxpiQLd
— ANI (@ANI_news) April 12, 2017
যদিও ওই যুবনেতার বক্তব্যকে দল সমর্থন করে না বলেই জানাচ্ছেন বিজেপির বর্ষিয়ান নেতারা। রাজ্যে বিজেপির পর্যবেক্ষক বিজয় কৈলাশবর্গীয় জানাচ্ছেন, “এই মন্তব্য দল সমর্থন করে না। রাজ্যে মমতার তোষণমূলক রাজনীতির কারণে চাপা ক্রোধ আছে মানুষের মধ্যে। কিন্তু তা বলে কোনওরকম হিংসাকে দল সমর্থন করে না।”
Don’t agree with such remarks,there is anger against Mamataji for her appeasment politics but cant support violence:Kailash Vijayvargiya,BJP pic.twitter.com/O3NyuPPUcN
— ANI UP (@ANINewsUP) April 12, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.