Advertisement
Advertisement
দার্জিলিং লোকসভা কেন্দ্র

জানেন, কোন লোকসভা কেন্দ্রে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সবচেয়ে বেশি?

অভিযোগের বহর জানলে অবাক হয়ে যাবেন।

Maximum poll code conduct violation reported from Darjeeling
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 28, 2019 11:39 am
  • Updated:March 28, 2019 11:39 am  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: নির্বাচনের আসরে রাজ্যজুড়ে যেমন প্রচারের ঝড় উঠেছে, তেমনি আবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ-পালটা অভিযোগেও সরগরম রাজনৈতিক মহল। সুবিচার চেয়ে কমিশনের দ্বারস্থ প্রায সবকটি রাজনৈতিক দলই। পরিস্থিতি এমনই যে, নালিশ গুনে দিন যাচ্ছে কমিশনের কর্তাদের। নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগের নিরিখে রেকর্ড করে ফেলেছে দার্জিলিং লোকসভা কেন্দ্র। অভিযোগের সংখ্যা ৬ হাজার ৮৮৭। প্রতিটি অভিযোগই তদন্ত করে দেখা হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অন্য কোনও লোকসভা কেন্দ্রে এত অভিযোগ নেই। দার্জিলিংয়ে নির্বাচনী বিধি ও প্রচারের উপর নজর রাখতে নজরদারি দল গড়েছে নির্বাচন কমিশন।

[ আরও পড়ুন:‘সবারই ভাষা সংযত করা উচিত’, মন্তব্য অনুব্রত মণ্ডলের]

Advertisement

জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা দার্জিলিংয়ের জেলাশাসক জয়সী দাসগুপ্ত বলেন, “নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ পেলেই পদক্ষেপ করা হচ্ছে। অভিযোগ এলে একশো মিনিটের মধ্যে সেটা সমাধানের নির্দেশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। নজরদারির জন্য বিশেষ দল তৈরি করা হয়েছে। বিধি লঙ্ঘনের অভিযোগ এলেই ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন নজরদারি দলের সদস্যরা, রিপোর্ট জমা পড়ছে অনলাইন ও অফলাইনেও।” কমিশন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে এবার লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ অন্যান্যবারের থেকে বেশি। তাই বেড়েছে প্রার্থীর সংখ্যাও। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন ২০ জন প্রার্থী।

জানা গিয়েছে, দার্জিলিং লোকসভা নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগের মধ্যে প্রায় ৪ হাজার ৭৭১টি রয়েছে প্রার্থীর ব্যানার ও ফ্লেক্স নষ্ট করা এবং দৃশ্যদূষণের। সরকারি ও বেসরকারি ভবনে অনুমতি ছাড়া ফ্লেক্স ও ব্যানার লাগানোর অভিযোগ রয়েছে প্রায় হাজার দুয়েক। এছাড়াও জেলা নির্বাচনী কার্যালয়ে ১৬৬টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ১৫০টি ভোটার কার্ড ও তালিকা সংশোধন সংক্রান্ত। সিটিজেন সিভিজিল অ্যাপের মাধ্যমে ২৮টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ১৫টি পোস্টার ও ব্যানার সংক্রান্ত এবং চারটি ভোটগ্রহণ কেন্দ্রে সেলফি ও একটি পারিবারিক ছবি তোলার অভিযোগ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী বিধি ও প্রচারের উপর নজরদারির জন্য ৬৭টি ফ্লাইং স্কোয়াড, ২৭টি স্ট্যাটিক সারভাইলেন্স টিম তৈরি করা হয়েছে। এছাড়াও ১৮০টি ফিল্ড ইউনিট তৈরি করা হয়েছে অভিযোগ নিষ্পত্তির জন্য। ৪০টি জায়গায় চব্বিশ ঘন্টা নাকা তল্লাশি চালানো হচ্ছে ওই কেন্দ্রে।

[ আরও পড়ুন: মোদির মুখোশ পরে প্রচারে স্কুলের পড়ুয়ারা! ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement