Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

মমতার সভার আগে করোনা পরীক্ষায় পজিটিভ মৌসম নূর, দ্বিতীয়বার আক্রান্ত নেত্রী

আপাতত কোতোয়ালি ভবনে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

Mausam Noor tested COVID-19 positive for the second time
Published by: Sucheta Sengupta
  • Posted:April 20, 2021 6:46 pm
  • Updated:April 20, 2021 7:17 pm  

বাবুল হক, মালদহ: নির্বাচনী প্রচারের শেষ লগ্নে জেলায় জেলায় ঘুরে জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহের চাঁচলের তুলসিহাটায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। সভায় যাঁরা হাজির থাকবেন, কোভিড বিধি মেনে চলতে হবে তাঁদের। এদিকে তাঁদের করোনা পরীক্ষা করার সময়েই যত বিপত্তি। দেখা গিয়েছে, জেলা তৃণমূলের সভানেত্রী, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূরের (Mausam Noor) রিপোর্ট পজিটিভ। ফলে তিনি বুধবার চাঁচলে তৃণমূল নেত্রীর সভায় উপস্থিত থাকতে পারবেন না। গত বছরও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দ্বিতীয়বার ফের তাঁর শরীরে থাবা বসাল মারণ ভাইরাস। যদিও বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ। এক নয়, দ্বিগুণ শক্তিশালী হয়ে মানব-শরীরে একাধিকবার হানা দিচ্ছে কোভিড-১৯ (COVID-19)। সেরে ওঠার পর শতাধিক দিন পেরিয়ে ফের আক্রান্ত হচ্ছেন অনেকেই। কখনও আবার টিকা নেওয়ার দিনকয়েক পরই শরীরে থাবা বসিয়েছে করোনা। তবে বঙ্গের রাজনৈতিক মহলে দ্বিতীয়বার করোনায় (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর মিলল এই প্রথম। গত বছরের পর আবার কোভিড পজিটিভ হলেন মৌসম।সূত্রের খবর, বুধবার চাঁচলে তৃণমূল নেত্রীর সভার আগে পরীক্ষা করতেই তাঁর শরীরে করোনার উপস্থিতির কথা জানা গেল। কোতোয়ালি ভবনে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: করোনা মোকাবিলায় রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর]

নির্বাচনী আবহে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে দফায় দফায় বৈঠকে বসছে রাজ্য সরকার। সরকারি হাসপাতালে বাড়ানো হয়েছে কোভিড বেড। ফের চালু হচ্ছে সেফ হোম। কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে কোভিড চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এই অবস্থায় অনেকেই নির্বাচনী জনসভা, প্রচার কাটছাঁটের পথে চলেছে। কমছে সভার বহর। তারই মধ্যে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তা বাড়িয়েছে। তবে মৌসমের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক আরও কয়েকগুণ বাড়ল।  

[আরও পড়ুন: ৫ কিমি দূরে ভোটগ্রহণ কেন্দ্র, প্রতিবাদে বিক্ষোভ অবরোধ, ভোট বয়কটের হুমকি বাগদায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement