জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মতুয়াদের অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য পেশের অভিযোগ। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ভক্তরা। ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল অর্থাৎ বনগাঁর ট্যাংরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অশান্তির জেরে মেজাজ হারালেন শান্তনু ঠাকুর।
জানা গিয়েছে, এদিন বনগাঁর ট্যাংরা কলোনি এলাকায় মতুয়া মহাসংঘের তরফে ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়াদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তোলেন সিএএ প্রসঙ্গ। গ্যারান্টি দিয়ে বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু হবেই। বক্তব্য শেষে খাবার জায়গা পরিদর্শণ করতে যান মন্ত্রী। অভিযোগ, সেখানেই কয়েকজন ভক্ত মন্ত্রীকে ঘিরে প্রশ্ন করেন, কেন এদিনের অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য? এর পরই মন্ত্রীর সঙ্গে রীতিমতো তর্কে জড়ান তাঁরা। মন্ত্রীও মেজাজ হারান। তেড়ে যান আয়োজক ফাল্গুন মালাকারের দিকে।
শান্তনু ঠাকুর বলেন, “আমি সিএএ নিয়ে কথা বলেছি তাই কয়েকজনের ভালো লাগেনি। আমাকে বাবা তুলে গালাগালি করেছে। আক্রমণের চেষ্টা করেছে। এরা তৃণমূলের সদস্য। সিএএ আমাদের নাগরিক অধিকার।” পিআর ঠাকুর ও বড়মা বীণাপানি দেবীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “নাগরিকত্ব অধিকার নিয়ে আমাদের পূর্ব পুরুষরা লড়াই করেছেন৷” শান্তনু ঠাকুরের অভিযোগ প্রসঙ্গে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, “ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনও রাজনীতি নয়, ভোটের সময় ভোট। এখানে মন্ত্রী অশ্লীল উক্তি করায় সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, তৃণমূল কোনও বিষয়ই নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.