Advertisement
Advertisement

CAA’র বিরোধিতায় পথে মতুয়ারা, জল্পনা শুরু রাজনৈতিক মহলে

আজ বিকেলে ফের নাগরিকত্ব আইনের বিরোধিতায় পথে নামবেন মতুয়ারা।

Matua community members stages anti-CAA protest
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 30, 2019 4:33 pm
  • Updated:December 30, 2019 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নাগরিকত্ব আইনের বিরোধিতায় পথে নামল মতুয়াদের একাংশ। আইনের বিরোধিতায় সরব হয়ে মিছিলে পা মেলান তাঁরা। বরাবর বিজেপি নেতৃত্ব দাবি করেছিল মতুয়ারা আইনের সমর্থনে রয়েছেন। কিন্তু এদিনের মিছিলের পর নতুন এই আইন প্রসঙ্গে মতুয়াদের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে দেশের বাসিন্দারা। বিক্ষোভের আঁচ পড়ে এরাজ্যেও। একের পর ভাঙচুর করা হয় ট্রেন, বাস। আগুনও ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বিক্ষোভের আগুন ঢিমে আঁচে জ্বললেও ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। শান্তিপূর্ণভাবে আইনের বিরোধিতার ডাক দিয়ে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: অস্ত্র CAA-NRC বিরোধিতা, পুরুলিয়ায় হারানো জমি উদ্ধারে পদযাত্রায় জনসংযোগ মমতার]

এদিন এনআরসি ও ক্যাবের বিরোধিতায় বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তেতুলিয়া ফুটবল মাঠ থেকে সীমান্ত লাগোয়া মালঙ্গ পাড়ার ফুটবল মাঠ পর্যন্ত পদযাত্রায় শামিল হলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। কাসর ও নিশান নিয়ে মিছিলে পা মেলান তাঁরা। স্বরূপনগর ব্লকের মতুয়া সম্প্রদায় সম্পাদক গোপাল বিশ্বাস ও সভাপতি দিলীপ বিশ্বাস মিছিল থেকে এনআরসি ও ক‍্যাবের বিরুদ্ধে সুর চড়ান। মিছিলে ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি বীনা মণ্ডল ও বিশিষ্ট তৃণমূল নেতা রমেন সরদার-সহ অন্যান্যরা।  

[আরও পড়ুন: পৌষমেলায় শ্লীলতাহানির অভিযোগ বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ বধূ]

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরোধিতায় যেভাবে সরব হয়েছে রাজ্যবাসী, একইভাবে এই আইন পাশ হওয়ায় অভিনন্দন যাত্রার আয়োজন করেছেন বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্নপ্রান্তে মিছিলে পা মেলাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা। সেই মিছিলে দিলীপ ঘোষের পাশে দেখা গিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরও। বরাবর বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন মতুয়া সম্প্রদায় এই বিলের সমর্থন করছেন। কিন্তু বসিরহাটে নাগরিকত্ব আইনের বিরোধিতায় মতুয়া সম্প্রদায় মিছিলে পা মেলানোয় প্রশ্ন উঠতে শুরু করেছে মতুয়াদের অবস্থান নিয়ে। সূত্রের খবর, সোমবার বিকেলে মমতাবালা ঠাকুরের নেতৃত্বে বনগাঁয় নাগরিকত্ব আইনের বিরোধিতায় পথে নামবেন মতুয়া সংঘ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement