সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে শুভেন্দু অধিকারী ও নওশাদ সিদ্দিকি নাম দুটো বহুল চর্চিত। এবার অঙ্ক প্রশ্নেও এই দুই নাম। ব্যাপারটা কী? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল। অঙ্কের প্রশ্নপত্রে নাম শুভেন্দু ও নওশাদের। যা নিয়ে তুঙ্গে বিতর্ক।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। দু’জনেই প্রায় প্রতিদিনই শাসকের বিরুদ্ধে সুর চড়ান। পালটা শাসকদল আবার অভিযোগ করে যে, যোগসাজোশ রয়েছে শুভেন্দু-নওশাদের। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপত্রের ছবি। মহেশপুর হাই স্কুলের দশম শ্রেণির সেই প্রশ্নে দেখা যাচ্ছে লাভ-ক্ষতির অঙ্ক। প্রশ্নটি হল, “শুভেন্দু ও নওশাদ যথাক্রমে ১৫০০ ও ১০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি (৪৫টাকা/৩০টাকা/ ২৫টাকা/৪০টাকা)।” এই প্রশ্নতেই দানা বেঁধেছে বিতর্ক। অনেকেরই দাবি, পড়াশোনাতেও চেষ্টা করা হচ্ছে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার। যদিও স্কুলের দাবি, ওই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়নি। এবং এটি অনিচ্ছাকৃত ভুল।
এ বিষয়ে ভাঙড়ের বিধায়ক বলেন, “আমার নামটা ভাল লেগেছে তাই ব্যবহার করেছে। এ নিয়ে চিন্তার কিছু নেই। তবে রাজনৈতিক কারণে এটা হয়ে থাকলে ঠিক না।” এদিকে বিজেপি নেতার দাবি, তৃণমূল বাচ্চাদের মাথায় রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে। এদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজনীতির সঙ্গে প্রশ্নের মিল হওয়া কাম্য নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.