Advertisement
Advertisement

বৃষ্টিতে ভিজল শহর, ঝড়ে বিপর্যস্ত যান চলাচল

বিকেলে হঠাৎই কলকাতা ও তার আশপাশের অঞ্চলে ঝড়ের দাপট শুরু হয়।

Massive thunderstorm hits Kolkata, halts traffic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2018 4:46 pm
  • Updated:May 18, 2018 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টির প্রভাবে বিপর্যস্ত কলকাতা। শুক্রবার বিকেলে আচমকাই কলকাতা ও তার আশপাশের অঞ্চলে ঝড়ের দাপট শুরু হয়। পাল্লা দিয়ে শুরু হয় বৃষ্টিও। এর ফলে এস এন ব্যানার্জি রোড-সহ একাধিক অঞ্চলে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে।কলকাতার জানবাজারের কাছে রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ। নিউ মার্কেট থানার কাছে এসএন ব্যানার্জি রোড, মহাত্মা গান্ধী রোড ও কে সি সেন রোডের মাঝে আমহার্স্ট স্ট্রিট এবং এন এস রোড সহ একাধিক জায়গায় বাস ও গাড়ি আটকে পড়েছে। বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

[ ২০ জেলা পরিষদই শাসক দলের, ত্রিশঙ্কু পঞ্চায়েত সমিতিও ঝুঁকে তৃণমূলের দিকে ]

Advertisement

strom

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে এদিন। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। কলকাতা ও তার পার্শ্ববর্তী উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাকে সতর্ক করা হয়েছে। সতর্কবার্তা জারি হয়েছে পূর্ব মেদিনীপুরের উপরেও। এছাড়া হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় প্রবল ঝড় ও বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। হুগলি জেলা থেকে কিছু ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টা এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

[ গণনার মাঝে হঠাৎ আবির্ভাব পবনপুত্রের, হুলস্থুল মালবাজারে ]

সমুদ্রের উপকূলবর্তী জেলাগুলিতে জারি হয়েছে অতিরিক্ত সতর্কবার্তা। সমুদ্রে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে মৎসজীবীদের। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকে গুমোট ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া। এর প্রভাবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। ফলে সঞ্চার হয়েছিল বজ্রগর্ভ মেঘ। তার প্রভাবেই বৃষ্টিতে ভাসল মহানগর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement