Advertisement
Advertisement

Breaking News

Siliguri

শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১১টি দোকান

দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন।

massive fire in siliguri panitanki 12 shops are burnt

নিজস্ব চিত্র

Published by: Subhankar Patra
  • Posted:March 23, 2024 11:32 am
  • Updated:March 23, 2024 11:32 am  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি বাজারে (Panitanki) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ১১টি দোকান। তার মধ্যে রয়েছে কাপড়, মুদিখানা, ইলেকট্রনিক্সের দোকান। শনিবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন বাসিন্দারা। মুর্হূতের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভারত-নেপাল সীমান্ত (Nepal-India Border) লাগোয়া অঞ্চল শিলিগুড়ির পানিট্যাঙ্কি। এশিয়ান আর্ন্তজাতিক সড়কের পাশের এই অঞ্চলে শনিবার ভোরবেলায় আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা বাজারে ধোঁয়া বেরতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন।

Advertisement

[আরও পড়ুন : কংগ্রেসকে ‘বেইমান’ অ্যাখ্যা, পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী দিতে অনড় ফরওয়ার্ড ব্লক]

প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কমপক্ষে ১১টি দোকান। তার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

[আরও পড়ুন : কেশপুরে দেবের রোড শো শুরুর আগেই হাতাহাতি, কীভাবে সামলালেন তারকা প্রার্থী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement