ধীমান রায়, কাটোয়া: মাঠে পাশাপাশি দুটি পোলট্রি ফার্ম। তাঁর উপর দিয়ে গিয়েছে হাইটেনশন বিদ্যুতের তার। সেই তার ছিঁড়ে বিপত্তি। আগুন ধরে গেল দুটি ফার্মে। পুড়ে মারা গেল প্রায় আড়াই হাজার মুরগির বাচ্চা। বৃহস্পতিবার ভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhman) মঙ্গলকোটের কুরুম্বা গ্রামে। আগুনে পোলট্রি ফার্ম মালিকের বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ফার্মের মালিক শেখ মনো জানিয়েছেন, তিনি তিনদিন আগে প্রায় আড়াই হাজার মুরগির ছানা তুলেছিলেন। এদিন ভোরে হঠাৎ করে হাইটেনশন তার ছিঁড়ে ফার্মের ছাউনির উপর পড়ে। মুহুর্তের মধ্যে খড়ের চালে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে পাশাপাশি দুটি ফার্ম। নিমেষেই ভষ্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে সমস্ত মুরগির বাচ্চা মারা যায়।
ওই ব্যবসায়ী আরও বলেন, “এর আগেও ওই হাইটেনশন লাইনের তার ছিঁড়ে পড়েছিল। সেজন্য আগে একাধিকবার বিদ্যুৎ অফিসে আবেদন রেখেছিলাম যাতে ছিঁড়ে পড়া তার আটকাতে উপযুক্ত ব্যবস্থা করা হয়। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে কোনও পদক্ষেপ হয়নি। আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হল। এই ঘটনার পর আমরা আশঙ্কা করছি সাধারণ মানুষের প্রাণহানি না হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.