গোবিন্দ রায়, বসিরহাট: পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। আগামিকাল অর্থাৎ সোমবার বসিরহাটে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে উত্তপ্ত সন্দেশখালি। তৃণমূলের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় সিপিএম ও বিজেপি।
রবিবার ভোররাতে বসিরহাটের ন্যাজাটের সন্দেশখালি ১ নম্বর ব্লকের কালীনগরের তৃণমূল দলীয় কার্যালয়টি দাউদাউ করে জ্বলতে দেখা যায়। স্থানীয় তৃণমূল কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করে। অভিযোগ, বিরোধী সিপিএম ও বিজেপি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডে একাধিক নথিপত্র-সহ কালীনগর গ্রাম পঞ্চায়েত ও সন্দেশখালি এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র পুড়ে ছাই। দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র, আলমারি, চেয়ার-টেবিলও পুড়ে গিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ শাহজাহান। তাঁর অভিযোগের আঙুল বিজেপি ও সিপিএমের দিকে। তিনি দাবি করেন, বিরোধীরা পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিরোধীরা অভিযোগ অস্বীকার করেছে। ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.