Advertisement
Advertisement
Bankura

সহায়ক মূল্যে ধান কেনাবেচার মাঝে বিধ্বংসী অগ্নিকাণ্ড বাঁকুড়ার চালকলে, বিরাট ক্ষতির আশঙ্কা

ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের ৪টি ইঞ্জিন কাজ করে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনে।

Massive fire engulfs rice mill in Onda, Bankura, huge loss assumed
Published by: Sucheta Sengupta
  • Posted:March 25, 2024 10:31 am
  • Updated:March 25, 2024 10:47 am  

টিটুন মল্লিক, বাঁকুড়া: দোলের (Dol Utsav) ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড বাঁকুড়ার ওন্দার একটি চালকলে। লক্ষ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা। এই চালকলের মাধ্যমে সরকারি সহায়ক মূল্যে ধান কেনাবেচা হচ্ছিল। সোমবার ভোরে সেখানেই বড়সড় আগুন (Fire)লাগে। কয়েক লক্ষ টাকার ধান নষ্ট তো হয়েছেই, তার উপর মিলের যন্ত্রপাতিরও ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় আপাতত কাজ বন্ধ মিলে। কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।

বাঁকুড়ার ওন্দায় চালকলে ভোররাতে বিধ্বংসী আগুন। নিজস্ব চিত্র।

সোমবার ভোর প্রায় ৪টে। বাঁকুড়ার (Bankura) ওন্দায় চালকলে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পাঠানো হয় দমকলে। সঙ্গে সঙ্গে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু হয়। ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে সন্দিহান দমকল কর্মীরা। মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে জানা না গেলেও তা যে বড়সড় ক্ষতি, অনুমান করা কঠিন নয়।

Advertisement

[আরও পড়ুন: শ্রীরামপুরে তৃণমূল-বিজেপির জোর টক্কর, ভোটের লড়াইয়ে মুখোমুখি প্রাক্তন শ্বশুর-জামাই!]

ওন্দার এই চালকলটির মাধ্যমে সরকারি সহায়ক মূল্যে ধান কেনাবেচার কাজ হতো। অর্থাৎ চাষিদের থেকে ধান কিনে চাল তৈরি করে তা সরকারের কাছে বিক্রি করা হতো। গোটা প্রক্রিয়া বাবদ খরচ চালকল কর্তৃপক্ষের হাতে দিয়ে দিত রাজ্য সরকার। কমপক্ষে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ধান এখানে মজুত ছিল বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের পর স্বভাবতই বড়সড় ক্ষতির মুখে পড়ল রাইস মিলটি। কাজও আপাতত বন্ধ হয়ে গিয়েছে। দোলের দিন ভোরে এই ঘটনায় মনখারাপ শ্রমিকদের। 

[আরও পড়ুন: বারাকপুরে অর্জুন, তমলুকে অভিজিৎ, বিজেপির নয়া প্রার্থীতালিকায় একাধিক চমক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement