Advertisement
Advertisement

Breaking News

Howrah

বিয়ের মরশুমে হাওড়ার অনুষ্ঠান বাড়িতে বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা

যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টায় দমকল আধিকারিকরা।

Massive fire brokes out at Howrah
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 17, 2024 7:24 pm
  • Updated:November 17, 2024 7:24 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: নভেম্বর মানেই বিয়ের মরশুম। এরই মাঝে হাওড়ার ফোরশোর রোডে অনুষ্ঠান বাড়িতে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলে উঠল গোটা অনুষ্ঠান বাড়ি। ভিতরে আটকে থাকা কর্মীদের উদ্ধার করেছেন দমকল কর্মীরা। চেষ্টা চলছে আগুন আয়ত্তে আনার।

হাওড়ার ফোরশোর রোডে রয়েছে ওই অনুষ্ঠান বাড়িটি। এখন বিয়ের মরশুম। ফলে এদিন ওই অনুষ্ঠান বাড়িটির ভিতরে প্রচুর ডেকরেটার্স কর্মী, রংয়ের মিস্ত্রি কাজ করছিলেন। সাড়ে পাঁচটা নাগাদ আচমকা ঘটে দুর্ঘটনা। দাউ দাউ করে মিটার বক্স থেকে আগুন বেরতে দেখা যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কয়েকটি ইঞ্জিন। প্রথমেই ভিতরে যারা আটকে পড়েছিলেন তাঁদের উদ্ধার করা হয়।

Advertisement

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনুষ্ঠান বাড়িটি। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে নিশ্চিতভাবে কিছু জানানো সম্ভব নয় বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement