উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ড
মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন। আতঙ্কে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে হুড়োহুড়ি রোগী ও রোগীর পরিবারের লোকজনের। এসি ফেটে আগুন ডায়ালিসিস বিভাগে ছড়িয়ে পড়ে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের ডায়ালিসিস বিভাগে ৬টি শয্যা আছে। শুক্রবার বিকেলে ৪জন রোগীর ডায়ালিসিস চলছিল। সেই সময় আচমকাই বিকট শব্দ শোনা যায়। হঠাৎ আগুনের লেলিহান শিখা হাসপাতালের ডায়ালিসিস বিভাগকে গ্রাস করে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিভাগ। আতঙ্কে রোগীর আত্মীয়রা দৌড় ঝাঁপ করতে শুরু করেন।
ডায়ালিসিস করতে আসা রোগীদের দ্রুত ওই বিভাগ থেকে বের করে আনা হয়। প্রাথমিকভাবে ডায়ালিসিস বিভাগে থাকা অগ্নির্নিবাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে বিভাগের অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ না করায় আশেপাশের লোকজন ড্রেনের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সনৎ ঘোষ জানান, একটি এসি থেকে আগুন লেগেছিল। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও রোগীও জখম হননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.