Advertisement
Advertisement

Breaking News

Fire

নদিয়ায় তেলের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু এক শ্রমিকের

আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও সম্পূর্ণভাবে নেভেনি।

Massive fire broke out in nadia, 1 people died | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 31, 2021 4:49 pm
  • Updated:October 31, 2021 4:49 pm  

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: ভরদুপুরে নদিয়ার (Nadia) নাকাশিপাড়ার তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হল সেখানকার এক কর্মচারীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

জানা গিয়েছে, নাকাশিপাড়ার যুগ্নিতলা এলাকায় ছিল এই তেলের গুদামটি। সেখানে কেরোসিন-সহ বিভিন্ন ধরনের তেল মজুত করে রাখা হত। রবিবার দুপুরে হঠাৎই ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। একের পর এক শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়াতে থাকে আগুন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন আসে। অগ্নিকাণ্ডের সময় ওই গুদামের মধ্যে আটকে পড়েছিলেন শ্রমিকেরা। 

Advertisement

[আরও পড়ুন: Coronavirus: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৮০ জন, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও]

আগুন খানিকটা আয়ত্তে আসতেই গুদাম থেকে উদ্ধার হয় এককর্মীর দেহ। তাঁর নাম রঞ্জিত বৈরাগ্য। নাকাশিপাড়ার আড়াপাড়ার বাসিন্দা তিনি। দমকলের তরফে জানানো হয়েছে, ওই কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না তা এখনও জানা যায়নি। সন্ধান চলছে। কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: জীবনতলায় মিলল অস্ত্র কারখানার হদিশ, গ্রিল কারখানার আড়ালে তৈরি হত গুলি ও বন্দুক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement