সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী আগুনে ভস্মীভূত বারুইপুরের মল্লিকপুর আকনার প্লাস্টিক কারখানা। ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের ১৫টি ইঞ্জিন এখনও আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
শনিবার সন্ধেয় কর্মীরা বেরিয়ে যান। রাত ৯টা নাগাদ বারুইপুরের পলিটেকনিক কলেজ লাগোয়া মল্লিকপুরের আকনার ওই প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়রা জড়ো হয়ে যান। খবর দেওয়া হয় দমকলে। তবে তার আগে আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন।
বারুইপুর থানার আইসি, এসডিপিও’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয়। একে একে দমকলের ১৫ ইঞ্জিনও পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোপ কাজ। রবিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল আধিকারিক জানান, এখনও রয়েছে পকেট ফায়ার। সেগুলি নিয়ন্ত্রণ করতে লাগতে পারে সারাদিন। কীভাবে ওই প্লাস্টিক কারখানায় আগুন লেগে গেল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় কারখানা কর্তৃপক্ষ ও কর্মীরা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.