সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ডানকুনিতে (Dankuni) ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলে উঠল গোটা গুদাম। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও আয়ত্তে আসেনি। এদিকে বহরমপুর থেকে মালদহ যাওয়ার পথে স্টিলের বাসন বোঝাই লরিতে আগুন। যার জেরে উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক ও রেলপথে যোগাযোগ বন্ধ।
জানা গিয়েছে, বুধবার ভোর রাতে দিল্লি রোডের পাশে থাকা ডানকুনির ওই ওষুধের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সেই সময় ভিতরে কয়েকজন কর্মী ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁরাও বিষয়টা টের পান। দ্রুত বেরিয়ে খবর দেন দমকলে। তড়িঘড়ি একে একে ঘটনাস্থলে পৌঁছয় মোট ১০ টি ইঞ্জিন। তবে গুদামে প্রচুর কাগজের বাক্স মজুত থাকায় মুহূর্তের মধ্যে বিরাট আকার নেয় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে ভিতরে মজুত থাকা সামগ্রী। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। তবে আগুন পুরোপুরি আয়ত্তে না এলে সঠিক কারণ জানা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এদিকে এদিন সকালেই বহরমপুর থেকে মালদহ যাওয়ার পথে একটি স্টিলের বাসন বোঝাই লরিতে আচমকা আগুন লেগে যায়। দাউ দাউ করে জাতীয় সড়কের উপরই জ্বলতে থাকে লরিটি। ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশ ও ফরাক্কা ব্যারেজের সিআইএসএফ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। এই ঘটনার জেরে রেল ও সড়কপথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ উওরবঙ্গ ও দক্ষিণবঙ্গের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.