শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মধ্যরাতে ধূপ কারখানায় বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলে উঠল গোটা কারখানা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে (Daspur)। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ ধরে আগুন আয়ত্তে আনার চেষ্টা চললেও এখন তা পুরোপুরি সম্ভব হয়নি বলেই খবর। এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কান্নায় ভেঙে পড়েছেন শ্রমিকরা।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রফিকগঞ্জে দীর্ঘদিনের পুরনো এই ধূপ কারখানা। একশোর বেশি শ্রমিক কাজ করেন সেখানে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় আড়াইটে নাগাদ আচমকা কারখানার নিরাপত্তারক্ষী ধোঁয়া টের পান। গিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানা। তড়িঘড়ি খবর দেওয়া হয়। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬ টি ইঞ্জিন। ততক্ষণে আগুন ছড়িয়ে যায় সংলগ্ন সাবান কারখানাতেও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ।
রাত আড়াইটে থেকে ঘড়ির কাঁটায় সকাল ৯ টা বেজে গেলেও এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি আগুন। চলছে আগুন নেভানোর কাজ। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আটটি গাড়ি। প্রায় ৩৫ কোটি টাকার সামগ্রী নষ্ট হয়েছে। গোটা ঘটনায় জ্ঞান হারিয়েছেন কারখানার মালিক। গভীর রাত হওয়ায় সেই সময় কারখানায় কোনও শ্রমিক ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। পুড়ে ছাই কারখানা, এর পর কী হবে? পেট চলবে কীভাবে? এই চিন্তায় কান্নায় ভেঙে পড়েছেন শ্রমিকরা। দমকল কর্মীরা জানান, এখনও স্পষ্ট নয় কীভাবে আগুন লেগেছে। তবে আগুন আয়ত্তে এলে তা বোঝা সম্ভব হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.